পাশবিক ভুল
কবিতাঃ "পাশবিক ভুল"
কবিঃ বর্ণ
মুজিব তোমারে শ্রদ্ধা ভরিয়া,স্বরণ করি ফুলেতে বরিয়া,
তুমি করে গেছো এই বাংলারে,জিঞ্জির ছেঁড়া পাখি-
মুদে গেছে সব, হায়েনার মতো লোলুপ ভ্রান্ত আখি,
আজ মোরা সবে পূর্ণ আদবে,রয়েছি সেপথ হৃদে ধরিয়া।
তুমি নাই আজ কে বলে সেকথা,তুমি আছ এই হৃদয়ময়,
তুমি আছ ওই ছোট নদীটির নীরবে বাহিত জলে-
খোকা হয়ে আছ সকল খোকার অন্তরেরও তলে,
সেদিনের সেই পাশবিক ভুল,সেই ভুল আর'ত হবার নয়।
তুমি বাংলার বাংলা তোমার স্মৃতিময় গেঁথে রয়েছ তুমিই,
জয় বাংলার মিছিল উঠেছে সকল কণ্ঠে জেগে-
আমি নির্ভীক-ও বীর সৈনিক আগুন লহূর বেগে,
যত দিন রবে এ শরীরে প্রাণ রবো বাংলার চরণেতে চুমি।
তুমি আছ পিতা গগনের পরে,বেহেশতেরও দীপ্ত নিবাসে,
কতজন আসে কত চলে যায় মাথা করে যায় তলে-
তোমার মতন পাইনা'ক হায় কোন দেশে কোন দলে,
আজো হে মুজিব বড় মায়া ভরে ঐ অবয়বই হৃদয়ে ভাসে।
------------*********------------
মাত্রাবৃত্ত ছন্দ
৬+৬+৬+৬(৪টি পূর্ণ পর্ব)
৬+৬+৬+২(৩টি পূর্ণ ১টি অপূর্ণ পর্ব)
তারিখঃ১৩/০৮/২০২১ইং
সময়ঃ১৯:০০ঘটিকা/মাওয়া
কবিঃ বর্ণ
মুজিব তোমারে শ্রদ্ধা ভরিয়া,স্বরণ করি ফুলেতে বরিয়া,
তুমি করে গেছো এই বাংলারে,জিঞ্জির ছেঁড়া পাখি-
মুদে গেছে সব, হায়েনার মতো লোলুপ ভ্রান্ত আখি,
আজ মোরা সবে পূর্ণ আদবে,রয়েছি সেপথ হৃদে ধরিয়া।
তুমি নাই আজ কে বলে সেকথা,তুমি আছ এই হৃদয়ময়,
তুমি আছ ওই ছোট নদীটির নীরবে বাহিত জলে-
খোকা হয়ে আছ সকল খোকার অন্তরেরও তলে,
সেদিনের সেই পাশবিক ভুল,সেই ভুল আর'ত হবার নয়।
তুমি বাংলার বাংলা তোমার স্মৃতিময় গেঁথে রয়েছ তুমিই,
জয় বাংলার মিছিল উঠেছে সকল কণ্ঠে জেগে-
আমি নির্ভীক-ও বীর সৈনিক আগুন লহূর বেগে,
যত দিন রবে এ শরীরে প্রাণ রবো বাংলার চরণেতে চুমি।
তুমি আছ পিতা গগনের পরে,বেহেশতেরও দীপ্ত নিবাসে,
কতজন আসে কত চলে যায় মাথা করে যায় তলে-
তোমার মতন পাইনা'ক হায় কোন দেশে কোন দলে,
আজো হে মুজিব বড় মায়া ভরে ঐ অবয়বই হৃদয়ে ভাসে।
------------*********------------
মাত্রাবৃত্ত ছন্দ
৬+৬+৬+৬(৪টি পূর্ণ পর্ব)
৬+৬+৬+২(৩টি পূর্ণ ১টি অপূর্ণ পর্ব)
তারিখঃ১৩/০৮/২০২১ইং
সময়ঃ১৯:০০ঘটিকা/মাওয়া
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৪/০৮/২০২১অনন্য সুন্দর সৃষ্টি। l শুভ কামনা।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৩/০৮/২০২১Very Nice.
-
অভিজিৎ হালদার ১৩/০৮/২০২১ভালো