তুই
কবিতাঃ "তুই"
কবিঃ বর্ণ
তারিখঃ২৮/০৭/২০২১ইং
সময়ঃ ০৫:০০ঘটিকা
তুই তো প্রথম বলেছিলি-
তুই যে আমার আকাশ হবি!
কই?
আকাশ হলি নাতো!
আকাশ হবার স্বপ্ন দিয়ে,
আমার থেকে দূরে গিয়ে,
কাদামাটির মনে আমার-
করলি বিরাট ক্ষত।
তোর কি আছে মনে,
এক বিকেলে বলেছিলি-
আমার কানে কানে।
তুই নাকি ওই চাঁদটা হবি।
কই?
চাঁদটা হলি নাতো!
চাঁদ না হয়েই মিছে মিছে-
করলি আমায় আগে পিছে,
আমারে তুই ভাঙ্গলি দারুণ,
নিজের ইচ্ছে মত।
আরেক দিনের ভোর বেলাতে-
বললি আমায় এসে,
কি অমায়িক হেসে!
তুই নাকি এক কাব্যগ্রন্থ হবি!
তুই হবি তার কবি।
আমি নাকি খিলখিলাবো,
হাজার উপমাতে,
বকুল হয়ে ঝরবো নাকি,
রাতের জোছনাতে।
বর্ষা হয়ে বর্ষে নাকি আমি,
করবো পূরণ সবার মনোষ্কামই।
আমি নাকি লাল গোলাপের,
ডাঁটার ওপর বসে,
একটা দুটা পাপড়ি হয়ে,
পড়ব খসে খসে।
তুই নাকি তোর সব কবিতার,
অন্তমিলের ফাঁকে,
আমার নামে উড়িয়ে দিবি,
জোনাক ঝাঁকে ঝাঁকে।
কিন্তু শেষে কই!
গ্রন্থ হলি নাতো!
একলা বসে ভাবি আমি-
অবাক চেয়ে থাকি!
তোর জীবনের লেখার খাতায়-
আমায় নিয়ে পদ্য লেখার-
এক স্তবক জায়গা হতো'না কি?
------*******-----
কবিঃ বর্ণ
তারিখঃ২৮/০৭/২০২১ইং
সময়ঃ ০৫:০০ঘটিকা
তুই তো প্রথম বলেছিলি-
তুই যে আমার আকাশ হবি!
কই?
আকাশ হলি নাতো!
আকাশ হবার স্বপ্ন দিয়ে,
আমার থেকে দূরে গিয়ে,
কাদামাটির মনে আমার-
করলি বিরাট ক্ষত।
তোর কি আছে মনে,
এক বিকেলে বলেছিলি-
আমার কানে কানে।
তুই নাকি ওই চাঁদটা হবি।
কই?
চাঁদটা হলি নাতো!
চাঁদ না হয়েই মিছে মিছে-
করলি আমায় আগে পিছে,
আমারে তুই ভাঙ্গলি দারুণ,
নিজের ইচ্ছে মত।
আরেক দিনের ভোর বেলাতে-
বললি আমায় এসে,
কি অমায়িক হেসে!
তুই নাকি এক কাব্যগ্রন্থ হবি!
তুই হবি তার কবি।
আমি নাকি খিলখিলাবো,
হাজার উপমাতে,
বকুল হয়ে ঝরবো নাকি,
রাতের জোছনাতে।
বর্ষা হয়ে বর্ষে নাকি আমি,
করবো পূরণ সবার মনোষ্কামই।
আমি নাকি লাল গোলাপের,
ডাঁটার ওপর বসে,
একটা দুটা পাপড়ি হয়ে,
পড়ব খসে খসে।
তুই নাকি তোর সব কবিতার,
অন্তমিলের ফাঁকে,
আমার নামে উড়িয়ে দিবি,
জোনাক ঝাঁকে ঝাঁকে।
কিন্তু শেষে কই!
গ্রন্থ হলি নাতো!
একলা বসে ভাবি আমি-
অবাক চেয়ে থাকি!
তোর জীবনের লেখার খাতায়-
আমায় নিয়ে পদ্য লেখার-
এক স্তবক জায়গা হতো'না কি?
------*******-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ২৮/০৭/২০২১খুব সুন্দর কাব্যিক কবি দা
-
জামাল উদ্দিন জীবন ২৮/০৭/২০২১বেশ।
-
ফয়জুল মহী ২৮/০৭/২০২১Excellent