সখি
কবিতাঃ "সখি"
কবিঃ বর্ণ
তারিখঃ২৬/০৭/২০২১ইং
সময়ঃ ১১:০০ ঘটিকা
সখি!
তোমাদের ওখানে এমনই করে কি-
আকাশ লুটিয়া পড়ে!
টুটিয়া টুটিয়া ঢলে পড়ে তাঁরা,
গলে পড়ে চাঁদ হয়ে দিশেহারা!
তোমাদের ওখানে ঝিঁ ঝিঁ পোকা রাতে-
গানের আয়োজন করে!
সখি,
তোমাদের ওখানে এমনি করে কি-
শ্রাবণ ঢলিয়া পড়ে!
মেঘেদের ছায়া পড়ে কি ওখানে!
ছুটায়ে দিনের আলো,
অপরাজিতার রঙ সে ছায়াতে,
মনে হয় কিগো কালো!
তোমাদের ওখানে পাখিদের ঠোঁটে,
বাজে কি মধুর সুর!
তোমাদের ওখানে সুতোকাটা ঘুড়ি,
ভাসে কি অসীম দূর!
প্যাঁচা পাখি সেথা পড়ে কি ফ্যাসাদে!
ছোঁড়াদের হাতে পড়ে,
এমনি করিয়া তোমাদেরও কি গো,
উঠোনে বকুলে ঝরে!
সখি!
তোমাদের ওখানে এমনই করে কি,
হররোজ কারো কারো,
আমারই মতোন ভালো লাগা'টুকু,
গলা টিপে ধরে মারো!
ভালোবাসাটিরে সমাজেরই ভয়ে,
ঝোপেতে লুকায়ে রাখো!
আমারই মতো কি চাতকীর বেশে,
কারো পানে চেয়ে থাকো!
তোমাদের ওখানে আমারই মতো কি,
দুই চোখ ভরে জলে!
সখি!
তোমাদের ওখানে জ্বলে-পুড়ে কি গো,
'ভালো আছি' তবু বলে!
----------********----------
কবিঃ বর্ণ
তারিখঃ২৬/০৭/২০২১ইং
সময়ঃ ১১:০০ ঘটিকা
সখি!
তোমাদের ওখানে এমনই করে কি-
আকাশ লুটিয়া পড়ে!
টুটিয়া টুটিয়া ঢলে পড়ে তাঁরা,
গলে পড়ে চাঁদ হয়ে দিশেহারা!
তোমাদের ওখানে ঝিঁ ঝিঁ পোকা রাতে-
গানের আয়োজন করে!
সখি,
তোমাদের ওখানে এমনি করে কি-
শ্রাবণ ঢলিয়া পড়ে!
মেঘেদের ছায়া পড়ে কি ওখানে!
ছুটায়ে দিনের আলো,
অপরাজিতার রঙ সে ছায়াতে,
মনে হয় কিগো কালো!
তোমাদের ওখানে পাখিদের ঠোঁটে,
বাজে কি মধুর সুর!
তোমাদের ওখানে সুতোকাটা ঘুড়ি,
ভাসে কি অসীম দূর!
প্যাঁচা পাখি সেথা পড়ে কি ফ্যাসাদে!
ছোঁড়াদের হাতে পড়ে,
এমনি করিয়া তোমাদেরও কি গো,
উঠোনে বকুলে ঝরে!
সখি!
তোমাদের ওখানে এমনই করে কি,
হররোজ কারো কারো,
আমারই মতোন ভালো লাগা'টুকু,
গলা টিপে ধরে মারো!
ভালোবাসাটিরে সমাজেরই ভয়ে,
ঝোপেতে লুকায়ে রাখো!
আমারই মতো কি চাতকীর বেশে,
কারো পানে চেয়ে থাকো!
তোমাদের ওখানে আমারই মতো কি,
দুই চোখ ভরে জলে!
সখি!
তোমাদের ওখানে জ্বলে-পুড়ে কি গো,
'ভালো আছি' তবু বলে!
----------********----------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ভাস্কর অনির্বাণ ২৭/০৭/২০২১মুগ্ধ হলাম কবি,শুভকামনা
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৭/০৭/২০২১খুব সুন্দর ভাবনা।
-
কে. পাল ২৭/০৭/২০২১Bess
-
অভিজিৎ হালদার ২৭/০৭/২০২১অনুভূতি সুন্দর
-
আলমগীর সরকার লিটন ২৭/০৭/২০২১চমৎকার গীতি কবিতা
-
ফয়জুল মহী ২৭/০৭/২০২১বাহ্ সুন্দর লিখনী