ঈদের খুশি
কবিতাঃ "ঈদের খুশি"
কবিঃ বর্ণ
তারিখঃ২১/০৭/২০২১ইং
সময়ঃ ০০:১০ ঘটিকা
দূর আকাশে চাঁদ উঠেছে,
ঈদের বরাত লয়ে,
বিশ্ব জোড়াই নিঃস্ব বেদন,
যাচ্ছে ক্ষয়ে ক্ষয়ে।
দুঃখের মুখের রা সরে না,
এতোই হাসি দেখে,
বাচ্চারা সব নাচছে গায়ে-
গুড়ো জরি মেখে।
ঈদ হলে হোক ঈদের মত,
সকল নিয়ম মেনে,
আল্লাহ তায়ালা এবং প্রিয়,
নবীর কথা জেনে।
গরীব দুখীর দুখ ছুটে যাক,
ফুটুক মুখের হাসি,
এ পথ ধরেই চলুক সবাই,
সারা বারো মাসই।
ত্যাগের মশাল উঠুক জ্বলে,
পুড়ুক সকল কালো,
বিশ্বব্যাপী লোকগুলো থাক,
যে যার মতো ভালো।
ধূসর আলোয় ঊষর ধরা,
উঠুক শ্যামল হয়ে,
কাঁচা রঙে হোক না রাঙা,
সকল জীবন'ময়ে।
ঈদের খুশি উপচে উঠুক,
সকল প্রাণে প্রাণে,
হৃদয় গুলো যাক না ভরে,
ফুলের ঘ্রাণে ঘ্রাণে।
------***-----
কবিঃ বর্ণ
তারিখঃ২১/০৭/২০২১ইং
সময়ঃ ০০:১০ ঘটিকা
দূর আকাশে চাঁদ উঠেছে,
ঈদের বরাত লয়ে,
বিশ্ব জোড়াই নিঃস্ব বেদন,
যাচ্ছে ক্ষয়ে ক্ষয়ে।
দুঃখের মুখের রা সরে না,
এতোই হাসি দেখে,
বাচ্চারা সব নাচছে গায়ে-
গুড়ো জরি মেখে।
ঈদ হলে হোক ঈদের মত,
সকল নিয়ম মেনে,
আল্লাহ তায়ালা এবং প্রিয়,
নবীর কথা জেনে।
গরীব দুখীর দুখ ছুটে যাক,
ফুটুক মুখের হাসি,
এ পথ ধরেই চলুক সবাই,
সারা বারো মাসই।
ত্যাগের মশাল উঠুক জ্বলে,
পুড়ুক সকল কালো,
বিশ্বব্যাপী লোকগুলো থাক,
যে যার মতো ভালো।
ধূসর আলোয় ঊষর ধরা,
উঠুক শ্যামল হয়ে,
কাঁচা রঙে হোক না রাঙা,
সকল জীবন'ময়ে।
ঈদের খুশি উপচে উঠুক,
সকল প্রাণে প্রাণে,
হৃদয় গুলো যাক না ভরে,
ফুলের ঘ্রাণে ঘ্রাণে।
------***-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ২২/০৭/২০২১
-
সাইয়িদ রফিকুল হক ২২/০৭/২০২১ঈদমোবারক।
-
ফয়জুল মহী ২২/০৭/২০২১খুব সুন্দর লিখন ! L ঈদ মোবারক 💐
হোক বর্ষিত।