www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রেমের ষোলকলা

কবিতাঃ "প্রেমের ষোলকলা"
কবিঃ বর্ণ

তারিখঃ১৬/০৭/২০২১ইং
সময়ঃ০৭:০০ ঘটিকা

চাইলে তুমি আমার মাঝে হারিয়ে যেতে পারো,
আদর দেবো সোহাগ দেবো কষ্ট দেবো আরো।

ভালোবাসায় সিক্ত তুমি রিক্ত আমার আকাশ,
চাঁদ হয়ে তাই হবে তোমার চন্দ্র রূপে বিকাশ।

তোমার হাতের রেখার পরে আমার রেখা ছুঁয়ে,
আদর আদর লড়াই হবে আমরা কেবল দু'য়ে।

চাঁদনী রাতেই কইবো মনের সব কথা না বলা,
আদর ছাড়াও হয় কি প্রেমের পূর্ণ ষোল কলা!

তুমি আমায় করবে সোহাগ খিলখিলিয়ে হেসে,
আলতো করে করবে যা চাও অল্প ভালবেসে।

সোহাগ ছাড়াও হয়না যেমন প্রেমের সার্থকতা,
এই তো মোদের বিদূর প্রেমের মধুর বাস্তবতা।

রইলো কেবল ব্যথার কথাই ভরসা যদি থাকে,
আমার ব্যথা স্বীকার কর ভালোবাসার ফাঁকে।

গোলাপ কাঁটায় আস্তে করে করবো মনে ক্ষত,
হালকা ব্যথাই পাবে তখন চিমটি কাটার মতো।

অশেষ ভালো বেসে যাবে হাসবে কেঁদে কেটে,
কষ্ট ছাড়াই ভালোবাসার পিয়াস কি গো মেটে!

৪+৪+৪+২(অপূর্ণ পর্ব)=১৪
-------******-------
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৭/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফয়জুল মহী ১৭/০৭/২০২১
    দারুণ পরিস্ফুটন ঘটেছে নান্দনিক কথামালায়, নিরন্তর শুভেচ্ছা ও শুভ কামনা অবিরাম
  • চমৎকার
  • মঈনুল ইসলাম ১৬/০৭/২০২১
    দারুন প্রেমের কাব্য!
  • অভিজিৎ হালদার ১৬/০৭/২০২১
    ভালো
 
Quantcast