স্বপন
কবিতাঃ "স্বপন"
কবিঃ বর্ণ
তারিখঃ ১২/০৭/২০২১ইং
সময়ঃ০১:২০ ঘটিকা
আমার কতক স্বপন আছে নাম ঠিকানা বিহীন,
সংগোপনে সাজাই এ মনে অনেক অনেক দিন।
স্বপন গুলো ঢের তো না তাও তেমনও অল্প'না,
আমার সকল আজব গুজব তালছাড়া কল্পনা।
ফড়ফড়াবে বাতাস এসে নৌকোগুলোর পালে,
চড়ুইজোড়া বাধবে বাসা জালি কুমড়োর চালে।
ঘাসফড়িংয়ে বেড়াক নেচে কাঁচা ধানের শিষে,
আমার প্রাণে মাটির পরাণ যাকনা মিলেমিশে।
মৃদু আলোক উঠুক জ্বলে বাঁশের ঝোঁপে ঝাড়ে,
আবার বকুল ভোরের বেলা ঝরুক বারে বারে।
আষাঢ় মাসের আছড়ে পড়ুক প্রথম ফোঁটা বৃষ্টি,
কচিপাতায় করুক আবার অঘোর-ঘোরের সৃষ্টি।
ভাড়ার ঘরে উঠুক বেড়ে কালকেউটের ছানায়,
সকল পুকুর যাক না ভেসে ফের কচুরিপানায়।
বটের শাখে পাকুড় চারা দিক না আবার উঁকি,
সব শিশু সব মাটির বুকেই করুক আঁকি-বুকি।
রংধনু হোক আবার দেখা টিপ টিপানির শেষে,
রাত বিরেতের পেত্নী গুলো আবার উঠুক হেসে।
আবার আমায় স্বপন দেখায় ফিরবে ঠিকই সবি,
আজকে না তো কাল হবে ঠিক সকল অসম্ভবি।
----------********-----------
কবিঃ বর্ণ
তারিখঃ ১২/০৭/২০২১ইং
সময়ঃ০১:২০ ঘটিকা
আমার কতক স্বপন আছে নাম ঠিকানা বিহীন,
সংগোপনে সাজাই এ মনে অনেক অনেক দিন।
স্বপন গুলো ঢের তো না তাও তেমনও অল্প'না,
আমার সকল আজব গুজব তালছাড়া কল্পনা।
ফড়ফড়াবে বাতাস এসে নৌকোগুলোর পালে,
চড়ুইজোড়া বাধবে বাসা জালি কুমড়োর চালে।
ঘাসফড়িংয়ে বেড়াক নেচে কাঁচা ধানের শিষে,
আমার প্রাণে মাটির পরাণ যাকনা মিলেমিশে।
মৃদু আলোক উঠুক জ্বলে বাঁশের ঝোঁপে ঝাড়ে,
আবার বকুল ভোরের বেলা ঝরুক বারে বারে।
আষাঢ় মাসের আছড়ে পড়ুক প্রথম ফোঁটা বৃষ্টি,
কচিপাতায় করুক আবার অঘোর-ঘোরের সৃষ্টি।
ভাড়ার ঘরে উঠুক বেড়ে কালকেউটের ছানায়,
সকল পুকুর যাক না ভেসে ফের কচুরিপানায়।
বটের শাখে পাকুড় চারা দিক না আবার উঁকি,
সব শিশু সব মাটির বুকেই করুক আঁকি-বুকি।
রংধনু হোক আবার দেখা টিপ টিপানির শেষে,
রাত বিরেতের পেত্নী গুলো আবার উঠুক হেসে।
আবার আমায় স্বপন দেখায় ফিরবে ঠিকই সবি,
আজকে না তো কাল হবে ঠিক সকল অসম্ভবি।
----------********-----------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃঅলোক সরকার ১৫/০৭/২০২১সুন্দর প্রকাশ।
-
জাগ্রত যুবক ১৩/০৭/২০২১দোয়া অবিরাম.. শুভ হোক আপনার পদ চলা
-
অভিজিৎ হালদার ১২/০৭/২০২১সুন্দর
-
স্বপন রোজারিও (মাইকেল) ১২/০৭/২০২১অসম্ভব সুন্দর !
আছে স্বপন
কবিতা লিখন! -
শমসের শেখ ১২/০৭/২০২১খুব সুন্দর লিখেছেন
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১২/০৭/২০২১সুন্দর
-
কবি অন্তর চন্দ্র ১২/০৭/২০২১দারুণ
-
ফয়জুল মহী ১২/০৭/২০২১অনিন্দ্য সুন্দর লেখনশৈলী মুগ্ধতা সীমাহীন। শুভকামনা রইলো।