www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিনাশ

কবিতাঃ “বিনাশ”
কবিঃ বর্ণ

তারিখঃ ০৮/০৭/২০২১ইং
সময়ঃ১২:০০ ঘটিকা

আমার সকল বিনাশ দুটি ডাগর চোখের আড়ে,
প্রেমের শরাব পান করেছি আঁজলা ভরে ভরে।

লোকের কথার ধার ধারি নাই মন্দ বলে বলুক,
বিচার করে পায়ের তলে দললে আমায় দলুক।

কত ঘাটের জল খেয়েছি তাও বেসেছি ভালো,
মানুষ আমি হয়তো খারাপ মনটা সাদা কালো।

সাদা কালো মনে যে বার লাগলো রঙের ছটা,
সে বার তোমার বরণ হলো বেশ তো করে ঘটা।

আমার মনের কোণে কোণে নাঙ্গা দুইটি পায়ে,
হেঁটে হেঁটেই করলে চারণ ভালো বাসার দায়ে।

চোখ ধাঁধালো আলোর ঝিলিক হঠাৎ ঝলমল,
নাঙ্গা পায়ের আলতো ছোঁয়া হৃদয় হরিৎ হলো।

আমার মনের কাশের বনে চড়ুই পাখির বাসায়,
দুই জোড়া চোখ পথ চেয়ে রয় অনন্ত প্রত্যাশায়।

সেই যে গেলে আর এলে না আমার মনের পরে,
তোমার হাঁটার রাস্তা যে আজ ঘাসের তলে মরে।

আজও তোমার আসন খানি তেমনি পাতা আছে,
হেথায় হোথায় খুঁজি তোমায় পাইনে ধারে কাছে।

মনের নদীর পাড় ভেঙ্গে যায় তাও মেনেছি হেসে।
সকল বিনাশ আমার তবো দীঘল কালো কেশে।

আজকে না হয় হোক না যা হয় নাইবা পরিত্রাহি,
তোমার হাতেই আমার বিনাশ লাগবে হৃদয়গ্রাহী।

-----------****------------
অক্ষরবৃত্ত-৮+৬=১৪
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৪৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৭/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অভিজিৎ হালদার ১১/০৭/২০২১
    সুন্দর
  • ডাঃঅলোক সরকার ০৮/০৭/২০২১
    কবি বর্ণ,
    সুন্দর ভাবনায় প্রেম অভিমানী ব্যঞ্জনার প্রকাশ খুব সুন্দর। ভালো লাগলো। শুভেচ্ছা রইলো।
    • ধন্যবাদ রইলো একগাদা হে প্রিয় মানুষ। আপনার মতামত আমাকে উৎসাহিত করেছে।
      • ডাঃঅলোক সরকার ১০/০৭/২০২১
        বর্ণ নয়।লিখেছিলাম,,,,,,কবিবন্ধু।কারেকশন করে পড়ুন প্লিজ।
  • শ্রুতিমধুর।
  • দারুণ ছন্দমাখা
    এযে ফুলগাঁথা।
 
Quantcast