স্বর্ণলতা
কবিতাঃ "স্বর্ণলতা"
কবিঃ বর্ণ
তারিখঃ০৬/০৭/২০২১ইং
সময়ঃ১০:০০ ঘটিকা
কেন ফিরে আসো তুমি কেন ফিরে আসো,
প্রেমের মরা হয়ে কেন ব্যাথার জলে ভাসো।
কেমন করে সইছো বলো আমার শত হানা,
আপন পথে ফিরে যেতে কে করেছে মানা।
কে বলেছে মূর্তি আমার গড়তে মনের পরে,
কে বলেছে ভালবাসো আমায় অমন করে।
আমায় তুমি ভুলে থেক আর এসো না পিছু,
ভেতরটা যে পুরো ফাঁকা নেইকো দেব কিছু।
বারে বারেই অমন করে কেন ফিরে আসো,
সত্যি করে বলো আমায় সত্যি ভালোবাসো?
আমার জন্যে পুষ্প ফোটে তোমারি অন্তরে,
আমার জন্যে কষ্টরা কি ফিনকি দিয়ে ঝরে।
মনের কথকতা তোমায় বলবো খুলে বলে,
স্বর্ণলতার মতন তোমার সামনে পড়ি ঢলে।
সাধলে কেবল দুঃখ বাড়ে বন্ধ করো সাধা,
তোমার সনে এই পরানে হবে না ঘর বাধা।
আমার মাথায় হাজার ভারে বক্র শিরদাঁড়া,
দিবস নিশীথ পিছে আমার কষ্ট করে তাড়া।
নৈশকালে ঘুম আসেনা এপাশ ওপাশ করি,
পেটের ক্ষুধা বলতে মুখে লাজে ডুবে মরি।
সিক্ত যে মোর অন্নটুকুন ডুবলে তরল দুখে,
কেমন করে তুলে দেবো তোমার চন্দ্র মুখে।
তারচে বরং আমায় তুমি রেখ না আর মনে,
মিলন হলে হয়তো হবে আর জনমের ক্ষণে।
স্বর্গে আমি প্রভূর পদে মাগবো তোমার হাত,
এক জীবনে দিবস কটি একলা করো পাত।
--------*******---------
অক্ষরবৃত্ত ৮+৬=১৪
কবিঃ বর্ণ
তারিখঃ০৬/০৭/২০২১ইং
সময়ঃ১০:০০ ঘটিকা
কেন ফিরে আসো তুমি কেন ফিরে আসো,
প্রেমের মরা হয়ে কেন ব্যাথার জলে ভাসো।
কেমন করে সইছো বলো আমার শত হানা,
আপন পথে ফিরে যেতে কে করেছে মানা।
কে বলেছে মূর্তি আমার গড়তে মনের পরে,
কে বলেছে ভালবাসো আমায় অমন করে।
আমায় তুমি ভুলে থেক আর এসো না পিছু,
ভেতরটা যে পুরো ফাঁকা নেইকো দেব কিছু।
বারে বারেই অমন করে কেন ফিরে আসো,
সত্যি করে বলো আমায় সত্যি ভালোবাসো?
আমার জন্যে পুষ্প ফোটে তোমারি অন্তরে,
আমার জন্যে কষ্টরা কি ফিনকি দিয়ে ঝরে।
মনের কথকতা তোমায় বলবো খুলে বলে,
স্বর্ণলতার মতন তোমার সামনে পড়ি ঢলে।
সাধলে কেবল দুঃখ বাড়ে বন্ধ করো সাধা,
তোমার সনে এই পরানে হবে না ঘর বাধা।
আমার মাথায় হাজার ভারে বক্র শিরদাঁড়া,
দিবস নিশীথ পিছে আমার কষ্ট করে তাড়া।
নৈশকালে ঘুম আসেনা এপাশ ওপাশ করি,
পেটের ক্ষুধা বলতে মুখে লাজে ডুবে মরি।
সিক্ত যে মোর অন্নটুকুন ডুবলে তরল দুখে,
কেমন করে তুলে দেবো তোমার চন্দ্র মুখে।
তারচে বরং আমায় তুমি রেখ না আর মনে,
মিলন হলে হয়তো হবে আর জনমের ক্ষণে।
স্বর্গে আমি প্রভূর পদে মাগবো তোমার হাত,
এক জীবনে দিবস কটি একলা করো পাত।
--------*******---------
অক্ষরবৃত্ত ৮+৬=১৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৬/০৭/২০২১চমৎকার
-
Md. Rayhan Kazi ০৬/০৭/২০২১চমৎকার