www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শোকরগুজার

"শোকরগুজার"
রেদওয়ান আহমেদ
তারিখঃ৩০/০৪/২০২১ইং
সময়ঃ০৪ঃ০০ ঘটিকা


আল্লাহ আমি বান্দা তোমার,তুমি আমার প্রভু,
আমার উপর দয়া করো ,রাগ কোরোনা কভু।

সারাজীবন খামখেয়ালি,দিন দুনিয়ার টানে,
তাকাইনিকো একটিবারো মসজিদের পানে।

কোরান হাদিস হয়নি শেখা, হয়নি রাখা রোজা,
এখন আমার কাধের ওপর পাহার সমান বোঝা

এখন আমি অনুতাপের দিচ্ছি সাগর পাড়ি,
চোখের জলে ভিজিয়ে দিতে মসজিদের সিঁড়ি-

ইচ্ছে করে। ইচ্ছে করে, দুই হাত তুলে হে রব,
বুক ফাটিয়ে এলান করি,তুমি আমার যে সব।

আমি জানি তোমার মনে বিরাগ তো না থাকে,
জায়নামাজ এ বসে যদি, বান্দা তোমায় ডাকে।

জানি খোদা থাকবে নাকো মুখ ফিরিয়ে তুমি,
যখন আমার অশ্রু ছোবে মসজিদের ঐ ভূমি।

উম্মতেরা, বাঁধে ডেরা, রাসুল পাকের দেশে,(সাঃ)
আমি সেথা চাইগো যেতে মুসাফিরের বেশে।

সেথায় গিয়ে নবীর কাছে, করবো আরজ একা,
মরার আগেই পাই গো যেন, নুরের নবীর দেখা।

কাদা-মাটির এই যে দেহ, কাদায় ফেরার আগে
জানতে যে চায়,প্রিয় হাবিব দেখতে কেমন লাগে।

লাগবে কেমন দেখতে যে তার নুরানি রওশন,
এই না ভেবেই জাগে আমার, রক্তে শিহরণ।

সেই রবের নিয়ামতে, আমি নবীজীর উম্মতে,
অঝোর ধারায় ঝরছে পানি,আমার দুচোখ হতে।

আল্লাহ যে মহান,আর রাসুল আমার জান,
তাইতো দুখে,ভিক্ষা করি খোদার মেহেরবান।

সুখের খোদা শোকরগুজার করি তোমার নামে,
আল্লাহ আমায় পৌঁছে দিও গো, মনসুরে মাকামে।

-------------******-----------
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৯০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৬/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast