উভয় সংকট
"উভয় সংকট "
বর্ণ
তারিখঃ৩০/০৪/২০২১ইং
সময়ঃ০৯ঃ০০ ঘটিকা
অনেক আগের, বইয়ের পড়া,যাচ্ছে এখন উল্টে,
পড়ছি ঠিকই, লিখছি ঠিকই,কাজের বেলা ভুলটে।
বইয়ের পাতায় আছে বটে, নাই যে কারোই মনে,
ভুল্-ভালে দিন করছে গুজার,হেথায় জনে-জনে।
জলে থাকে কুমিরগুলো আর,ডাঙায় থাকে বাঘ,
এখন দেখি ডাঙায় থাকে,মাইক্রো,বাস আর ট্রাক
জীবন নিয়ে চলছে দারুণ খেলা।জলের রঙ্গমঞ্চ,
তাতে থাকে কার্গোজাহাজ আর,নইলে থাকে লঞ্চ।
জ্ঞানী গুনি,ছাত্র-ছাত্রী যাচ্ছে কতো,অসময়েই ঝরে,
তাও কেন না কর্তাগুলো আজ অব্দি,বসছে নড়ে-চড়ে?
শ'য়ে শ'য়ে মরছে মানুষ দিনে দিনে, হচ্ছেনা হুশ তবু
ঘুমের যারা ভেক ধরেছে,তাদের নিদ্রা ভেঙ্গেছেকি কভু।
করতে পোচার,চামড়া পাচার,নিচ্ছে বাঘের প্রাণ,
ডাঙার বাঘে,জানের ভয়ে তাই,পিঠ দিয়েছে টান।
জলের কুমির,তাও বাঁচা নাই, হাড়, চামড়া, নখে-
কেউবা আবার মাংসটি খায়,রোমাঞ্চে আর সখে।
জলের কুমির ছাল দিয়েছে রে,বাঘ দিয়েছে ছুট
সেই সুযোগে মানুষ বাঘের বেশ, চলছে হরিলুট।
আমরা সকল আমজনতা যারা,পথে চলি হেঁটে
অটোয় ঝুলে ঘরে ফিরি রোজ,সারাটাদিন খেটে।
এই পথ আর নেই আমাদের, নেই মোদের ওই নদী,
বাস,ট্রাক বা কার্গোজাহাজ দিয়ে,মরতে না চাই যদি।
এই দেশটা ভালোয় ভালোয় পুরো, তাদের জন্য ছেড়ে,
আমাজনের জঙ্গলেতে চলো ভায়া, বাঁচি বসত গেড়ে।
----------******-------
বর্ণ
তারিখঃ৩০/০৪/২০২১ইং
সময়ঃ০৯ঃ০০ ঘটিকা
অনেক আগের, বইয়ের পড়া,যাচ্ছে এখন উল্টে,
পড়ছি ঠিকই, লিখছি ঠিকই,কাজের বেলা ভুলটে।
বইয়ের পাতায় আছে বটে, নাই যে কারোই মনে,
ভুল্-ভালে দিন করছে গুজার,হেথায় জনে-জনে।
জলে থাকে কুমিরগুলো আর,ডাঙায় থাকে বাঘ,
এখন দেখি ডাঙায় থাকে,মাইক্রো,বাস আর ট্রাক
জীবন নিয়ে চলছে দারুণ খেলা।জলের রঙ্গমঞ্চ,
তাতে থাকে কার্গোজাহাজ আর,নইলে থাকে লঞ্চ।
জ্ঞানী গুনি,ছাত্র-ছাত্রী যাচ্ছে কতো,অসময়েই ঝরে,
তাও কেন না কর্তাগুলো আজ অব্দি,বসছে নড়ে-চড়ে?
শ'য়ে শ'য়ে মরছে মানুষ দিনে দিনে, হচ্ছেনা হুশ তবু
ঘুমের যারা ভেক ধরেছে,তাদের নিদ্রা ভেঙ্গেছেকি কভু।
করতে পোচার,চামড়া পাচার,নিচ্ছে বাঘের প্রাণ,
ডাঙার বাঘে,জানের ভয়ে তাই,পিঠ দিয়েছে টান।
জলের কুমির,তাও বাঁচা নাই, হাড়, চামড়া, নখে-
কেউবা আবার মাংসটি খায়,রোমাঞ্চে আর সখে।
জলের কুমির ছাল দিয়েছে রে,বাঘ দিয়েছে ছুট
সেই সুযোগে মানুষ বাঘের বেশ, চলছে হরিলুট।
আমরা সকল আমজনতা যারা,পথে চলি হেঁটে
অটোয় ঝুলে ঘরে ফিরি রোজ,সারাটাদিন খেটে।
এই পথ আর নেই আমাদের, নেই মোদের ওই নদী,
বাস,ট্রাক বা কার্গোজাহাজ দিয়ে,মরতে না চাই যদি।
এই দেশটা ভালোয় ভালোয় পুরো, তাদের জন্য ছেড়ে,
আমাজনের জঙ্গলেতে চলো ভায়া, বাঁচি বসত গেড়ে।
----------******-------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।