শো-অফ
তাও অনেকদিন আগের কথা,
তখন আমি নিয়মিত প্রতিটা বই পড়ার শেষে তার রিভিউ করতাম টাইমলাইনে।আদর্শ রিভিউ হিসেবে কতটুক পারতাম তা জানি না।তবে রিভিউ করতাম,বইটা পড়ে আমার কেমন লাগলো তা নিয়ে।
কিন্তু ধীরে ধীরে এই রিভিউ করা বাদ দিতে হলো।কেনো হলো-তা হচ্ছে অনেকের কাছে আমার এই রিভিউ শো-অফ মনে হলো।তারা বিষয়টা তাচ্ছিল্যের স্বরেই আমাকে নোটিশ করলো।
যাক এখন আর আমি আগের মতো বইয়ের রিভিউ করে সেরকম পাপ করি না। এখন নিজের বিভিন্ন লুকে বিভিন্ন ছবি নিয়মিত আপলোড করি।সবাই বাহ বাহ দেয়। প্রশংসায় ভাসিয়ে তোলে। এখন আর কেউ শো-অফ এর খোঁচা দেয় না। এখন আর কেউ আমার শত্রু হয় না!
কিন্তু এখন আমার কথা হচ্ছে, বইয়ের রিভিউ করলে কিছু মানুষ বইটা সম্পর্কে জানতে পারতো। পরোক্ষ ভাবে লেখক ও পাঠকের কিছুটা উপকার হতো। কিন্তু এখন আমার ফটো দেখে কার কি লাভ হচ্ছে বলতে পারেন?
তখন আমি নিয়মিত প্রতিটা বই পড়ার শেষে তার রিভিউ করতাম টাইমলাইনে।আদর্শ রিভিউ হিসেবে কতটুক পারতাম তা জানি না।তবে রিভিউ করতাম,বইটা পড়ে আমার কেমন লাগলো তা নিয়ে।
কিন্তু ধীরে ধীরে এই রিভিউ করা বাদ দিতে হলো।কেনো হলো-তা হচ্ছে অনেকের কাছে আমার এই রিভিউ শো-অফ মনে হলো।তারা বিষয়টা তাচ্ছিল্যের স্বরেই আমাকে নোটিশ করলো।
যাক এখন আর আমি আগের মতো বইয়ের রিভিউ করে সেরকম পাপ করি না। এখন নিজের বিভিন্ন লুকে বিভিন্ন ছবি নিয়মিত আপলোড করি।সবাই বাহ বাহ দেয়। প্রশংসায় ভাসিয়ে তোলে। এখন আর কেউ শো-অফ এর খোঁচা দেয় না। এখন আর কেউ আমার শত্রু হয় না!
কিন্তু এখন আমার কথা হচ্ছে, বইয়ের রিভিউ করলে কিছু মানুষ বইটা সম্পর্কে জানতে পারতো। পরোক্ষ ভাবে লেখক ও পাঠকের কিছুটা উপকার হতো। কিন্তু এখন আমার ফটো দেখে কার কি লাভ হচ্ছে বলতে পারেন?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম এম হোসেন ২৩/০৪/২০২১সুন্দর
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৩/০৪/২০২১Very Nice!
-
এম এম হোসেন ৩০/০৩/২০২১পোস্টটা খুবই ভালো লাগলো।
-
Biswanath Banerjee ২৫/০৩/২০২১good
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৪/০৩/২০২১beautiful...
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ২৪/০৩/২০২১বেশ ভালো
-
ফয়জুল মহী ২৪/০৩/২০২১বই পড়ুন সৃজনী হউন