জীবন কি বিস্ময়কর
জীবন কি বিস্ময়কর!
সদ্য দেখলাম এক ক্রান্তিলগ্নের যুবক চিৎকার করে "কবিতা" গানটি গেয়ে যাচ্ছে...
তার পিছনে দুটো বাচ্চা ছেলে মৃদু স্বরে বলছে,"পাগলা আর নাইলে খাইছে"
কিন্তু ব্যপারটা হচ্ছে,আমার কিন্তু এমন মনে হয় নি। তবে ইচ্ছে হয়েছে ওই যুবকটির সাথে গিয়ে আমিও গলা ছেড়ে গাই-
"কবিতা, তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না
কবিতা, এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।"
আজ ৭ পৌষ ১৪২৭
২২ ডিসেম্বর ২০২০
দুদিন হলো জানতে পারলাম তার বিয়ের ব্যপারটা।
সদ্য দেখলাম এক ক্রান্তিলগ্নের যুবক চিৎকার করে "কবিতা" গানটি গেয়ে যাচ্ছে...
তার পিছনে দুটো বাচ্চা ছেলে মৃদু স্বরে বলছে,"পাগলা আর নাইলে খাইছে"
কিন্তু ব্যপারটা হচ্ছে,আমার কিন্তু এমন মনে হয় নি। তবে ইচ্ছে হয়েছে ওই যুবকটির সাথে গিয়ে আমিও গলা ছেড়ে গাই-
"কবিতা, তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না
কবিতা, এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।"
আজ ৭ পৌষ ১৪২৭
২২ ডিসেম্বর ২০২০
দুদিন হলো জানতে পারলাম তার বিয়ের ব্যপারটা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২৪/১২/২০২০
-
সাইয়িদ রফিকুল হক ২৩/১২/২০২০সুন্দর!
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৩/১২/২০২০জীবন আসলেই বিস্ময়কর।
-
ফয়জুল মহী ২২/১২/২০২০খুবই ভালো লাগলো
মুগ্ধতা ও ভালোলাগা একরাশ।