www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সমকালীন দুটি গল্প

টুন ও টুনি

টুনি : কি গো,কথা কও না কে?
টুন : কি কমু রে টুনি,দ্যাশে আগুন লাইগছে,পুইড়া ছারখার অইয়া যাইবো সব।
টুনি : কও কি,আগুন লাগলো কইত্তে?
টুন : বিদেশি আগুনরে টুনি,বাঁচোনের উপায় নাই!লঙ্কা পুড়ানো লইজ্ঞা হনুমান যেইরাম নিজের লেঞ্জায় আগুন দিছিলো,এইডা হেইরাম আগুন।
টুনি : তাইলে এহন বাঁচনের উপায় বাতরাও!
টুন : উপায় যাগো বাতরানোর কথা হেরাইতো তামাশা ধরছে রে...
আমগো বাঁচতে অইলে চোখ দুইডা আসমানের দিহে মেইল্লা চাইয়া থাহন ছাড়া উপায় নাই।
টুনি : আমার কইলাম তোমার কতায় ডর লাইগতাছে,আহো এহন বাইরে না ঘুইরা কোটরে ডুইক্কা যাই।
টুন : হ;এইটাই ভালা অইবো।চল কোটরে যাইগা।

___________________________

বোঝাপড়া

-হ্যালো,শুচি কি খবর তোর,কেমন আছিস?
-হুম,ভালো আছি আপু।স্কুল বন্ধ তাই কিছু ভালোলাগে না।
-হা হা,কেন স্কুল বুঝি খুব মজার জায়গা,প্রতিদিনতো বান্ধবীদের সাথে ঝগড়া করে বাড়ি ফিরতি,মা তো প্রায়ই বকতো তোকে।
-আহহ্ ওই ঝগড়ার মাঝেও একটা আনন্দ ছিলো,তা তুমি বুঝবা না।এই ঘরে বসে থাকতে আর ভালো লাগে না।
-শেষে কোয়ারেন্টাইনে থেকে বুঝলি স্কুল জীবনের আসল মজা তাই না?
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৬০২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৮/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast