প্রতিনিয়ত ফিকে হয়ে যায় আশা
সকল বন্ধু ও সহ ব্লগারদের জানাই অশেষ শুভকামনা। বেশ লম্বা একটা বিরতি দিয়ে আজ উঁকি দিলাম তারুণ্য ব্লগে। কিন্তু বরাবরের মতই হতাশ হইলাম। কি দেখে হতাশ হইলাম বুঝতে পারছেন নাতো? না বুঝারই কথা। আমি হতাশ হয়েছি এই ব্লগের পাঠক খরা দেখে । গত ২৭, ২৮, ২৯ এবং আজ জমা পড়া কোন লেখাতেই পাঠকের মন্তব্য নেই। কেন একটা ব্লগে সবাই এমন হবে। অথচ দেখুন ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দুই চারটা লাইক কমেন্ট ঠিকই পড়ে। নাকি অনলাইন ব্লগের সংখ্যাধিখ্য এর কারণ। একজন ব্লগার কম করে হলেও চার/পাঁচ টা ব্লগের সাথে যুক্ত , সব জায়গায় একই লেখা একই দিনে পোস্ট করা এটাও একটি কারণ মনে হয় । যাক আমি কাউকে দোষারোপ করতে বসিনি কিন্তু একজন নগন্য লেখা(?) ও ব্লগার হিসাবে এই ব্লগে যে আনন্দ ও আশা নিয়ে এসেছিলাম প্রতিনিয়ত সেটা ফিকে হয়ে যাচ্ছে । এখানে এডমিন কে বা কারা জানি না কিন্তু লেখকদের অনেকেই তাঁদের লেখার মাধ্যমে চিনি। সবাই তো বেশ ভালো লিখছেন তারপরও পাঠক নেই কেন এর উত্তর কি কারো জানা আছে??
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।