www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নুন খাই যার গুন গাই তার

তরকারিতে দরকারি খুব নুন
গাইতে এলাম তাই আজকে
নুনের গুনাগুন ।

পান্তা ভাতে নুন না হলে
রুচে না তা মুখে
মরিচ-লবন মিশিয়ে নিলে
বাদাম খাওয়া সুখে ।

আমড়া যদি নুন ছাড়া খাই
কিংবা করমচা
লাগবে জানি খেতে যেমন
চিনি ছাড়া চা ।

ভুলেই গেছি বলতে তোমায়
আসল কথাটাই
নুনে থাকা আয়োডিন যে
অসুখ সারায় ভাই।

পানিশুন্যতা এড়াতে চাই
স্যালাইন লবন-চিনির
নুন ছাড়া কি হয় কখনো
আচার , চাটনি, পনির?

নুনের মতো ভালবাসাও
খুব যে আমার প্রিয়
সব কিছুর উপরে তাই
নুনকে স্থান দিও।

(রম্য রচনা)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৪৬২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast