ইচ্ছের ঢেউ
স্রোতের বিপরীতে যেতে বাঁধা নেই তার
নেই কোন পিছুটান অনিচ্ছার দারে
উল্কা গতির ইচ্ছেগুলো হয় ঝড়ো মেঘ
ইচ্ছে নদী উথলে উঠে জ্যোৎস্না বানে
আকাশ দেখার ইচ্ছে যখন নিরব মনে
চন্দ্রগ্রস্থ কল্পলোকে আছড়ে পড়ে
কবি তখন একা বসে খিড়কী মেলে
খুলে মনের বিশাল আকাশ সঙ্গোপনে ।
নেই কোন পিছুটান অনিচ্ছার দারে
উল্কা গতির ইচ্ছেগুলো হয় ঝড়ো মেঘ
ইচ্ছে নদী উথলে উঠে জ্যোৎস্না বানে
আকাশ দেখার ইচ্ছে যখন নিরব মনে
চন্দ্রগ্রস্থ কল্পলোকে আছড়ে পড়ে
কবি তখন একা বসে খিড়কী মেলে
খুলে মনের বিশাল আকাশ সঙ্গোপনে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুলতান মাহমুদ ৩০/১১/২০১৩ভালো লেখা
-
Înšigniã Āvî ২৫/১১/২০১৩বাহ....
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ২৪/১১/২০১৩আগামী ২৮ নভেম্বর পর্যন্ত ধূমকেতু আইসন দেখা যাবে আকাশে। আকাশ দেখার ইচ্ছা আমার ধূমকেতুকে দেখবে সে। খুব ভালো লেগেছে কবিতা।
-
সায়েম খান ২৪/১১/২০১৩সুন্দর লিখেছেন। বানানের প্রতি একটু নজর রাখবেন। আমার ব্লগে দাওয়াত রইল।
-
জহির রহমান ২২/১১/২০১৩সুন্দর লিখছেন কবি! শুভেচ্ছা...
-
দীপঙ্কর বেরা ২২/১১/২০১৩ভাল ।