আপন অন্ধকার
আদিম গন্ধ নিয়ে উড়ে যায় চিল
জলজ বাতাসে
ডানা ঝাপটায়
দিনলিপি হাতে বসে
চিরকাল একা
চিলের ডানায় পাই দেখা
অতীত আমায়
মেঘদল কোলাহল জুড়েছে আজ
ঘুঘু বসে ঝিম ধরে
তৃষিত শতদল
চাতক তৃষ্ণা নিয়ে
ঠাই হোক আজ
খুঁজে নেবো নোনা জল
অসীম অতল ।
জলজ বাতাসে
ডানা ঝাপটায়
দিনলিপি হাতে বসে
চিরকাল একা
চিলের ডানায় পাই দেখা
অতীত আমায়
মেঘদল কোলাহল জুড়েছে আজ
ঘুঘু বসে ঝিম ধরে
তৃষিত শতদল
চাতক তৃষ্ণা নিয়ে
ঠাই হোক আজ
খুঁজে নেবো নোনা জল
অসীম অতল ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ১১/১১/২০১৩
-
সুমাইয়া বরকতউল্লাহ্ ১০/১১/২০১৩কবিতাটি ছোট এব সুন্দরী।
ধন্যবাদ। -
রাখাল ১০/১১/২০১৩অসম্ভব সুন্দর!
-
সায়েম খান ১০/১১/২০১৩ভালোই লিখেছেন। আমার ব্লগে আপনার দাওয়াত রইলো।
ভীষণভাবে জীবনানন্দ দাসের কথা মনে পড়ল ।