শুধু ছুঁয়ে থাকো
ছুঁয়ে থেকো কঠিন মনের কোমল চারিপাশ
ছুঁয়ে থেকো আবীর মাখা তীব্র অভিলাষ
ছুঁয়ে যেয়ো চোখের পাতায় শিশির টলমল
ছুঁয়ে যেয়ো চিকন বেণী হাসির কলকল
ছুঁয়ে যেয়ো অনেক ভুলের অনেক বিভ্রান্তি
ছুঁয়ে থেকো অলস সময় ছুঁয়ে থেকো ক্লান্তি
একটু ছোঁয়া দিও আমার অবুঝ বাসনায়
একটু ছোঁয়া দিও আমার অমোঘ কামনায়
ছুঁয়ে থেকো শাড়ীর আঁচল বুকের দক্ষিণ পাশ
ছুঁয়ে থেকো সুতীব্র প্রেম বিশাল নীলাকাশ ।
ছুঁয়ে থেকো আবীর মাখা তীব্র অভিলাষ
ছুঁয়ে যেয়ো চোখের পাতায় শিশির টলমল
ছুঁয়ে যেয়ো চিকন বেণী হাসির কলকল
ছুঁয়ে যেয়ো অনেক ভুলের অনেক বিভ্রান্তি
ছুঁয়ে থেকো অলস সময় ছুঁয়ে থেকো ক্লান্তি
একটু ছোঁয়া দিও আমার অবুঝ বাসনায়
একটু ছোঁয়া দিও আমার অমোঘ কামনায়
ছুঁয়ে থেকো শাড়ীর আঁচল বুকের দক্ষিণ পাশ
ছুঁয়ে থেকো সুতীব্র প্রেম বিশাল নীলাকাশ ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দীপঙ্কর বেরা ০৬/১১/২০১৩Besh . Besh laglo . Bhalo
-
আহমাদ সাজিদ ০৫/১১/২০১৩ভাল লাগল, তোমার ছোঁয়ায়।
সব গেল যে ছুঁইয়ে..... -
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৫/১১/২০১৩ভালোো লাগলো।
-
দাদা মুহাইমিন চৌধূরী ০৫/১১/২০১৩অসাধারন লেখা খুব ভাল হয়েছে। আপনাকে নিয়মিত পাইনা কেন