www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শ্রদ্ধাঞ্জলি

আমার খুব খুব প্রিয় গায়ক , উপমহাদেশের সঙ্গীত জগতের বিখ্যাত গায়ক মান্না দে আমাদের ছেড়ে চলে গেলেন অন্য জগতের কোন কফি হাউজের আড্ডায় । ৯৪ বছর বয়সি এই শিল্পী আজ ২৪ অক্টোবর বৃহস্পতি বার রাত সাড়ে তিন তাঁর দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন । তাঁর আত্মার শান্তি কামনা করছি । তাঁর গাওয়া আমার খুব প্রিয় কিছু গানের লাইন তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে উল্লেখ করছি।
১। পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো ।
২। খুব জানতে ইচ্ছে করে তুমি কি সেই আগের মতই আছো?
৩। ক’ ফোঁটা চোখের জল ফেলেছ যে তুমি ভালবাসবে
৪। কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই
৫। সেই তো আবার কাছে এলে
৬। রঙ্গিণী কত মন মন দিতে চায়
৭।সে আমার ছোট বোন বড় আদরের ছোটবোন
৮।সবাই তো সুখি হতে চায়
আরও অসংখ্য গান তিনি গেয়েছেন। তাঁর গানের মাঝেই বেঁচে থাকবেন তিনি আজীবন ।
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৮৭৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আরজু নাসরিন পনি ২৫/১০/২০১৩
    শ্রদ্ধা জানাই অন্তরের অন্তঃস্থল থেকে এই কিংবদন্তী গায়কের জন্যে ।।
  • জহির রহমান ২৪/১০/২০১৩
    এরকম অসংখ্য হৃদয় ছোয়া গান দিয়ে তিনি ভক্তদের মনে স্থান করে নিয়েছেন।
  • ভালোো লাগলো।
    • রোদের ছায়া ০৩/১১/২০১৩
      ভালো লাগার তো কিছু নেই তবুও ভালো যখন লেগেছে , ধন্যবাদ।
      • ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।এখন লেখা পাচ্ছি আপনার তেমন? কি ব্যপার কোন সমস্যা? সময় হলে আমার নিয়মিত আয়োজনে নিমন্ত্রণ রইল।
        • রোদের ছায়া ০৪/১১/২০১৩
          আমি আসলে খুব বেশি লেখি না , প্রিতিদিন একটা দুইটা কবিতা লেখার মতো মেধা আমার নেই ভাই ।
          • প্রতিদিন দুটি না হলে একটি লিখুন।আমি তো সব. পুরোনো কবিতা দেই।আপনি আসুন না আমার ব্লগে।
  • খুব ভালো লেগেছে
    • রোদের ছায়া ০৩/১১/২০১৩
      কি ভালো লেগেছে? একজনের মৃত্যু নাকি সেটা নিতে লেখা? ধন্যবাদ পড়ার জন্য ।
      • আমার প্রিয় গায়ক মান্না দে কে নিয়ে আপনার গোছানো লেখাটা
        • রোদের ছায়া ০৪/১১/২০১৩
          আপনি কিছু লিখেন নি তাঁকে নিয়ে?
 
Quantcast