www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মুক্তিযোদ্ধা স্বামী

মনির বাপের ছিলো বেজায় সাহস
চেয়ারম্যানের লায়ঠাল আছিলো সে
সেই বছর ম্যালা অভাব ঘরে
বাইরে তহন রাজনীতির আগুন
সবাই বলে স্বাধীন হবে দ্যাশ
রক্ত যখন ঝরবে পথের 'পরে।

সেই দিন দবির মিয়াঁর সাথে সাঁঝের বেলা
কানাকানি ফিসফাস করলো তারা ম্যালা
নিশুত রাতের আঁধার সাথে করি
পাড়ি জমায় পাশের দ্যাশে
আশার নদীতে ভ্যালা ।

মাস দেড় পর ফিরে আইসে মুক্তিতে দিল যোগ
ঘরের মানুষ পর হইল- মোর কপালে দুর্ভোগ ।

এক শীতের রাতে হানাদার আইসে
আগুন লাগায় গ্রামে
মা বোনের ইজ্জত লোটে ধর্মের নামে ।
মুক্তিরা কি ছাইড়া দিবে ?
বেজন্মা , বেঈমানে ?
ছাড়ে নাই ছাড়ে নাই মায়ের শপথ!
রাখতে গাঁয়ের মান নিল রক্তে প্রতিশোধ ।

হটাত একটা গুলি আইসে লাগলো তেনার গায়
কপাল মোর পোড়াই ছিল ভাঙলো তখন হায়।

হায় রে মোর পোড়া কপাল মুক্তিযোদ্ধা স্বামী
কতো জনের কতো কথা ভাষণ দামি দামি,
না পাইলাম জমি জিরাত না পাইলাম ঘর,
মুক্তি যুদ্ধ দ্যাশ দিল ....নিল না খবর ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৫৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চমৎকার কবিতা। লিঙ্কটা লিঙ্ক হিসেবে দেন এমনে কেউ ক্লিক করতে পারবনা
    • রোদের ছায়া ৩১/১০/২০১৩
      অনেক ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য । অনেক দিন আগে পোস্ট করেছি আর হাঁ লিঙ্ক টা আমি ইচ্ছাকৃত দেইনি । কিভাবে জানিনা চলে এসেছে । ঐ সাইট থেকেই আমি লেখাটি কপি পেস্ট করেছি ।
  • ভাল লাগল। মুক্তিযুদ্ধ শুধু দেশই দেয় নি সাথে দিয়েছে নতুন আরেক যুদ্ধ।
  • আরজু নাসরিন পনি ২০/১০/২০১৩
    খুবই চমৎকার হয়েছে স্বপ্নে মোড়া ভালোবাসায় বসত করা দেশের জন্যে সব হারিয়ে...অভিমান ঝরে পড়া এক নারীর কথায় ।
    কবিতাটার আবৃত্তি শুনতে বেশ হবে মনে হচ্ছে ।
    অনেক শুভেচ্ছা রইল ।।
  • চমৎকার আঞ্চলিক কথনে একটি কবিতা।খুবই ভালো লাগলো।খুবই গভীরের ভাবনার অবতারণা করেছেন কবিতায়।যা আমাদের মনে আজও প্রশ্নের জন্ম দেয়, কি পেলো তারা? যারা সব কিছুই বিলিয়ে দিয়েছেন দেশের তরে।ধন্যবাদ একটি ভালো কবিতা উপহার দেওয়ার জন্য।সেই সাথে শুভকামনা আপনার জন্য।
 
Quantcast