www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মেহেদি একটু ফাঁকা দিয়ে হাসান

চার বছরের ছোট ছেলে রাজু কে মা নাম লিখা শিখাচ্ছে , ওর ভালো নাম মেহেদি হাসান । রাজু লিখতে শিখেছে কিন্তু লেখার সময় সেটা মেহেদিসাহান হয়ে যাচ্ছে । তো এটা দেখে মা ওকে বললেন মেহেদি লিখে একটু ফাঁকা দিয়ে হাসান লিখো।
মা হয়তো বেশ কয়েকবার এভাবে বলে নাম লিখা শিখিয়েছে । বেচারা রাজুও শিখেছে । কিন্তু মজার ঘটনা ঘটলো কিছু দিন পর। ওদের বাসায় একজন মেহমান এসে রাজুকে জজ্ঞাসা করলো তোমার ভালো নাম কি?
রাজু বলল,  মেহেদি একটু ফাঁকা দিয়ে হাসান । শুনেতো মেহমান সহ রাজুর বাবা মা হেসেই খুন ।  
( ঘটনা কিন্তু সত্যি)
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ১৩৮৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বেশ।
  • তরুণ কান্তি ০৯/০৭/২০১৮
    খুব মজার
  • অমর কাব্য ২৫/০৫/২০১৪
    বেরি নাইস
  • জহির রহমান ২৫/১০/২০১৩
    ঘটনা কিন্তু সত্যি! ভালো লাগলো। মেহেদী হাসানের জন্য ভালোবাসা।
  • সত্যিই হাস্যকর!
    • রোদের ছায়া ২৫/১০/২০১৩
      কিছু মনে না করলে একটা কথা বলি । আপনাকে প্রায়ই '' খুব হাস্যকর' মন্তব্য করতে দেখি । কিন্তু হাস্যকর আর মজার শব্দ দুটির মাঝে পার্থক্য আছে । হাস্যকর তুচ্ছার্থে, বিদ্রূপার্থে ব্যবহার করা হয় । আমার মনে হয় কৌতুকের ক্ষেত্রে মজার শব্দটি ব্যবহার করা ভালো।
  • হা হা হা খুব মাজার
  • suman ০৭/১০/২০১৩
    দারুন মজা পেলাম ...।
  • সত্যি ঘটনাই কখনো কৌতুক হয়ে যায়। রম্যরচয়িতারা এটা সেভাবে সাজায়। পড়ে খুব আনন্দ পেয়েছি
  • সহিদুল হক ০৭/১০/২০১৩
    হা হা হা, দারূণ !এ রকম কৌতুক আরও চাই।
  • Înšigniã Āvî ০৭/১০/২০১৩
    ব্যাপক....... :D
 
Quantcast