আমি এবং
মধ্য রাতের ঝুলে পড়া চাঁদ
কদাচিৎ বারান্দার গ্রিল গলে
অনাহুত অতিথির বেসে
বলা নেই কওয়া নেই অযাচিতে
হুট করে ঢুকে পড়ে মনের গলিতে
সেগুনের পিঁড়ি হাতে নিয়ে
চন্দনের মাদুলির ঘ্রাণে মাতাল
আমি এবং আমি চিরকাল
ভালবাসি আনকোরা চাঁদ
তার বাঁকা ফাঁদ
অহরহ আমাকে টানে
জানি না এর কি মানে ।
কদাচিৎ বারান্দার গ্রিল গলে
অনাহুত অতিথির বেসে
বলা নেই কওয়া নেই অযাচিতে
হুট করে ঢুকে পড়ে মনের গলিতে
সেগুনের পিঁড়ি হাতে নিয়ে
চন্দনের মাদুলির ঘ্রাণে মাতাল
আমি এবং আমি চিরকাল
ভালবাসি আনকোরা চাঁদ
তার বাঁকা ফাঁদ
অহরহ আমাকে টানে
জানি না এর কি মানে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
suman ২১/১০/২০১৩অসাধারণ ...কাব্যিকতায় সমৃদ্ধ ...
-
দাদা মুহাইমিন চৌধূরী ০৬/১০/২০১৩আনকোরা চাঁদ । সুন্দর বলেছেন... খুব ভাল লাগল
-
সুবীর কাস্মীর পেরেরা ০৫/১০/২০১৩অনবদ্য রোদ ভাই
-
Înšigniã Āvî ০৫/১০/২০১৩বাহ.....
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৫/১০/২০১৩ভালো।
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০৫/১০/২০১৩প্রকৃতি প্রেমীর উজ্জ্বল দৃষ্টান্তমূলক কবিতা খুব ভালো লেগেছে