ইচ্ছে ছিল
ইচ্ছে ছিল স্বাধীন হব
ইচ্ছে ছিল খুব
মেঘের সাথে পাল্লা দিয়ে
আকাশ গাঙ্গে ডুব
স্বাধীন হবার আশা ছিল
বন্দি হাওয়া ভুলে
খিল আঁটা দরজাটা যাক
হাট করে খুলে ।
কষ্টের কপালে দেয়া
নীল রঙা টিপ
চুল জুড়ে সেটে থাকা
আগ্রাসী ক্লিপ
সব কিছু ছুড়ে দিয়ে
ভুল করে পথ
সীমারেখা ভাঙ্গার আজ
নেবই শপথ
পাখির ডানায় দিয়ে
যাবতীয় ভার
ইচ্ছেঘুড়ির নাটাই
ধরেছি আবার
সবুজ ঘাসের গায়ে
ছুড়ে দিয়ে লাল
স্বাধীন সূর্যটা যে
হয়েছে দামাল ।
ইচ্ছে ছিল খুব
মেঘের সাথে পাল্লা দিয়ে
আকাশ গাঙ্গে ডুব
স্বাধীন হবার আশা ছিল
বন্দি হাওয়া ভুলে
খিল আঁটা দরজাটা যাক
হাট করে খুলে ।
কষ্টের কপালে দেয়া
নীল রঙা টিপ
চুল জুড়ে সেটে থাকা
আগ্রাসী ক্লিপ
সব কিছু ছুড়ে দিয়ে
ভুল করে পথ
সীমারেখা ভাঙ্গার আজ
নেবই শপথ
পাখির ডানায় দিয়ে
যাবতীয় ভার
ইচ্ছেঘুড়ির নাটাই
ধরেছি আবার
সবুজ ঘাসের গায়ে
ছুড়ে দিয়ে লাল
স্বাধীন সূর্যটা যে
হয়েছে দামাল ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৪/১০/২০১৩অসম্ভব ভালো লাগলো।
-
suman ২১/১০/২০১৩দারুণ ...
-
দাদা মুহাইমিন চৌধূরী ০১/১০/২০১৩খুব ভাল লাগল। আপনার স্বাধীন চেতা মন যেন স্বাধীনই থাকে এই কামনা
-
স্বাতী বিশ্বাস ০১/১০/২০১৩মনে দোলা দিয়ে গেল। পড়তে ভালো লাগলো। সবুজ ঘাসের মাঝে লাল সূর্য অনবদ্য!
-
ইব্রাহীম রাসেল ৩০/০৯/২০১৩---এককথায় মনে দোলা লাগালো---
-
Înšigniã Āvî ৩০/০৯/২০১৩দুর্দান্ত রকমের ভালো লাগলো
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ৩০/০৯/২০১৩ত্রিশ সালে শুক্রের সাথে
পৃথিবীর ট্রানজিট
চন্দ্রে খাওয়া মঙ্গলে ঘুম
একদিনে ভিজিট
খুব স্বাধীন চিন্তা, ভালো লেগেছে কবিতা -
দীপঙ্কর বেরা ৩০/০৯/২০১৩স্বাধীন জীবন যেকরেই হোক আমাদের পেতেই হবে । বাধা কাটাতেই হবে । ভাল ।
-
সহিদুল হক ৩০/০৯/২০১৩সকল বাধা-বন্ধন কাটিয়ে মুক্তির আকাশে ডানা মেলার অদম্য ইচ্ছে প্রকাশ পেয়েছে কবিতাটিতে।