www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অনুকাব্য শিরোনামহীন

(১)
দুইটি মাথা যখন পেল
এক বালিশে ঠাঁই
এটা তবে ভালবাসা
এটা ভালবাসাই ।
(২)
বাবা বোলো , হুযুর বোলো
কিংবা বোলো ফাদার
সবাই এখন রাখছে খবর
জাহাজ এবং আদার ।
(৩)
তুমি যারে জোছনা বোলো
আমি বলি কল্পনা
কল্পনা আর জোছনা মিলে
হয়ে গেল জল্পনা ।
(৪)
মনের মাঝে বাস করে
চিনতে ভুল করি
স্বপ্নে পাওয়া ভালবাসা
সেই যে জলপরী ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২৩৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৯/২০১৩

মন্তব্যসমূহ

  • দারুন। ফাটাফাটি!!
  • আরো লেখা কই? আরো লেখা চাই
    • রোদের ছায়া ২৯/০৯/২০১৩
      ধন্যবাদ দাদা । কিন্তু চাইলেই ত আর লেখা আসে না। আর দুই দিন সামান্য ব্যস্ত আছি ।
      • আপনার পাঙ্খা হয়ে আছি অপেক্ষা করতেই তো শেষ । তবে জোর করে না লিখাই ভালো মনের কথাই সুন্দর। ভাল জিনিস অল্প হলেও ভাল
        • রোদের ছায়া ৩০/০৯/২০১৩
          আর আমার বেশ কিছু লেখা ত বাংলা কবিতা ডট কম এ আছে তাই একই জিনিস বারবার পোস্ট করতে ভালো লাগেনা ।
  • বিশ্বজিৎ বণিক ২৫/০৯/২০১৩
    অনেক ভালো লিখতে তুমি পারো
    অনেক ভালো ছন্দ আছে তোমার,
    লিখতে থাকো অনেক অনেক লিখা
    পড়তে আমার একটুও নেই দ্বিধা ।
    • রোদের ছায়া ২৫/০৯/২০১৩
      দারুন ছন্দময় মন্তব্যের জন্য এক রাশ ধন্যবাদ।
  • ১ নাম্বার পড়াইয়া ঘুমটাইতো নষ্ট করে দিলেন :'(
    • রোদের ছায়া ২৫/০৯/২০১৩
      ১নং টা বাদ দিয়ে বাকিগুলো পড়তেন তাহলে তো প্রব্লেম হতোনা। ধন্যবাদ ।
      • ১ নাম্বারই যে বেশি ভাল লাগল না পড়ে থাকি ক্যমনে!
        • রোদের ছায়া ২৬/০৯/২০১৩
          হা হা হা তাইলে আর কি এক রাত না ঘুমালে তেমন কিছু হবে না ।
  • Înšigniã Āvî ২৪/০৯/২০১৩
    খুব ভাল বিশ্লেষণ
    দারুন লাগলো ।
  • ইব্রাহীম রাসেল ২৪/০৯/২০১৩
    --প্রচেষ্টা দারুণ, আরোভালো হবে লিখতে থাকুন--
    • রোদের ছায়া ২৫/০৯/২০১৩
      এটা শুরুর দিকের লেখা। ধন্যবাদ।
  • ওয়াহিদ ২৪/০৯/২০১৩
    Darun !!!
    3 No Ta besi valo laglo
  • সহিদুল হক ২৪/০৯/২০১৩
    চারটিই ভাল লাগলো।
    আমার কৌতুকদুটি পড়ে জান্বেন কিন্তু হাসাতে পেরেছি কি না।ভাল থাকবেন মৌসুমী আপা।
  • নাজমুন নাহার ২৪/০৯/২০১৩
    শেষেরটা দারুন । শুভকামনা ।
  • রোদ ভাই আবারো বলি অনবদ্য, আপনি অনুকাব্য খুব ভাল লিখেন
    • রোদের ছায়া ২৫/০৯/২০১৩
      ধন্যবাদ । ভাবছি আমার প্রফাইলে একটা ছবি দিব তাহলে হয়তো এই সমস্যার সমাধান হবে, কি বলেন?
    • আমারে মনে হয় একবার সেম মিস্টেকে বলছিল বেচারী ভাই না বইন :/
 
Quantcast