অনুকাব্য শিরোনামহীন
(১)
দুইটি মাথা যখন পেল
এক বালিশে ঠাঁই
এটা তবে ভালবাসা
এটা ভালবাসাই ।
(২)
বাবা বোলো , হুযুর বোলো
কিংবা বোলো ফাদার
সবাই এখন রাখছে খবর
জাহাজ এবং আদার ।
(৩)
তুমি যারে জোছনা বোলো
আমি বলি কল্পনা
কল্পনা আর জোছনা মিলে
হয়ে গেল জল্পনা ।
(৪)
মনের মাঝে বাস করে
চিনতে ভুল করি
স্বপ্নে পাওয়া ভালবাসা
সেই যে জলপরী ।
দুইটি মাথা যখন পেল
এক বালিশে ঠাঁই
এটা তবে ভালবাসা
এটা ভালবাসাই ।
(২)
বাবা বোলো , হুযুর বোলো
কিংবা বোলো ফাদার
সবাই এখন রাখছে খবর
জাহাজ এবং আদার ।
(৩)
তুমি যারে জোছনা বোলো
আমি বলি কল্পনা
কল্পনা আর জোছনা মিলে
হয়ে গেল জল্পনা ।
(৪)
মনের মাঝে বাস করে
চিনতে ভুল করি
স্বপ্নে পাওয়া ভালবাসা
সেই যে জলপরী ।
অনেক ভালো ছন্দ আছে তোমার,
লিখতে থাকো অনেক অনেক লিখা
পড়তে আমার একটুও নেই দ্বিধা ।
দারুন লাগলো ।
3 No Ta besi valo laglo
আমার কৌতুকদুটি পড়ে জান্বেন কিন্তু হাসাতে পেরেছি কি না।ভাল থাকবেন মৌসুমী আপা।