www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাজারদর

পেঁয়াজ চাইছে আকাশ ছুঁতে
ডাল চালও তাই
মাছ মুরগী ধরতে যাবার
থাকলো না উপায়
শব্জি খাবেন ভাবছেন তো
তাতেও আছে হ্যাপা
আলু পটোল যাই ধরবেন
সবই যেন খ্যাপা
দাম বাড়ছে রোজ রোজ
তাই ছাড়বো খাওয়া তেল।
তেল দিতে আর পারব না ভাই
শেষ হয়ে যাক খেল ।

(ছড়া-রসরচনা)
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ৬০২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৯/২০১৩

মন্তব্যসমূহ

  • সহিদুল হক ২৬/০৯/২০১৩
    দুঃখের কথা মজা করে বলা।দারুণ!
    • রোদের ছায়া ২৬/০৯/২০১৩
      ধন্যবাদ সহিদুল হক ভাই।
      • সহিদুল হক ২৬/০৯/২০১৩
        স্বাগতম।
        আমার গল্পটি পড়ার আমন্ত্রণ জানাই।
  • আহমেদ রব্বানী ২৩/০৯/২০১৩
    আবার পড়লাম প্রিয়।বেশ সুন্দর।সমসাময়িক।।
    • রোদের ছায়া ২৩/০৯/২০১৩
      কষ্ট করে আবারও পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।
  • Înšigniã Āvî ২৩/০৯/২০১৩
    তাই তো...

    খুব ভাল লিখেছেন
  • ইব্রাহীম রাসেল ২৩/০৯/২০১৩
    --ভাই এমন কিছু আরো ছাড়েন। আর সইতে পারছিনা, বাজারে গেলে মাথা খারাপ হবার উপক্রম।--
    • রোদের ছায়া ২৩/০৯/২০১৩
      হুম মাথা খারাপ করেই তো লিখলাম । ধন্যবাদ সময় দেবার জন্য।
  • তাইতো
    কোন কিছুর দাম এখন
    হাতের নাগালে নাইতো
    একেবারে সময় উপযোগী লেখা, খুব ভালো
    • রোদের ছায়া ২৩/০৯/২০১৩
      জি তাই,
      হাতের নাগালে নাই ।
      ধন্যবাদ।
  • আলো ভাই বাস্তব চিত্র তোলে ধরেছেন
 
Quantcast