আয়েশি ক্ষণে
আলসেমিতে ভরা সকাল
ভারি চোখের পাতা
তোমার আলতো অধর ছোঁয়ায়
উঠলো কেঁপে গা টা
চোখের শাসন মুখের হাসি
ফেললো দ্বিধা-দ্বন্দে
বুকে পোষা কামের আগুন
জ্বালাও রন্ধ্রে রন্ধ্রে ,
হাতে গরম চায়ের কাপ
উঠছে সুবাস তাতে
পারফিউমের শিশি ঢালা
তোমার আঁচলটাতে
রোজ সকালের একঘেয়েমি
আজ ছুটিতে তাই
আয়েশ করে গরম চায়ে
চুমুক দিতে চাই
সাথে তোমার আদর মাখা
কোমল হাতের ছোঁয়া
জীবন নামের পদ্মপাতা
ভালবাসায় ধোয়া ।
বছর জুড়ে পেতাম যদি
এমনি মধুর ভোর
মানতে আমার বয়েই যেত
হাজার কাজের ডোর।
ভারি চোখের পাতা
তোমার আলতো অধর ছোঁয়ায়
উঠলো কেঁপে গা টা
চোখের শাসন মুখের হাসি
ফেললো দ্বিধা-দ্বন্দে
বুকে পোষা কামের আগুন
জ্বালাও রন্ধ্রে রন্ধ্রে ,
হাতে গরম চায়ের কাপ
উঠছে সুবাস তাতে
পারফিউমের শিশি ঢালা
তোমার আঁচলটাতে
রোজ সকালের একঘেয়েমি
আজ ছুটিতে তাই
আয়েশ করে গরম চায়ে
চুমুক দিতে চাই
সাথে তোমার আদর মাখা
কোমল হাতের ছোঁয়া
জীবন নামের পদ্মপাতা
ভালবাসায় ধোয়া ।
বছর জুড়ে পেতাম যদি
এমনি মধুর ভোর
মানতে আমার বয়েই যেত
হাজার কাজের ডোর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
אולי כולנו טועים ২১/০৯/২০১৩besh valo laglo....RODER CHHAYA !!
-
Înšigniã Āvî ১৮/০৯/২০১৩বাহ....খুব ভালো
প্রেমময় জীবনের গান । -
ইব্রাহীম রাসেল ১৮/০৯/২০১৩--আপনি ভালো লিখেন এটা জানি। আজো ভালো--
-
মৌসুমি ১৮/০৯/২০১৩খুবেই ভাল...
-
সহিদুল হক ১৮/০৯/২০১৩আদর-মাখা ভোরের প্রাপ্তি যেন এক দিনেই ফুরিয়ে না যায়,রোজ যেন তা পাওয়া যায়--এমনই কামনা কবির।খুব ভালো লাগলো।
রন্ধ্রে আর জুড়ে বানানটা সম্পাদনা করে নেবেন।