সে যুগ হয়েছে বাসি
বড্ড বাসি হয়ে গেছে সেই যুগ
স্মৃতির চৌকাঠে বাঁধা ছেলেবেলা
দাদির কোলে মাথা রেখে
আজগুবি সব রুপকথা শুনে
ফানুস উড়িয়ে কল্পনার
স্বপ্নের রোদে হাঁটাহাঁটি ।
একবিংশের বাসিন্দারা আজ
গড়েছে স্বপ্নের পৃথিবী
কল্পনাকে ছুঁয়ে দেখে রোজ।
বিজ্ঞানের মহৎ আবিস্কার সব
মুঠোফোন , স্যাটেলাইট আর যন্ত্রমানব
এসবই এখন পুরনো ।
সাত সাগর পাড়ি দিয়ে, হিমালয়ের চূড়ায়,
মঙ্গলের মাটিতে তাদের বসবাস ।
চেনা জানার গণ্ডি ছাড়িয়ে কতো অঘটন
নেপচুনে বসতি গড়ে ফোবিয়ানের যাত্রী
নিঃসঙ্গ গ্রহচারীর প্রণয় মেঘবালিকার সাথে ।
কখনো মানুষ নামের কিছু অতি পুরাতন প্রাণীর
সাথে ভয়ংকর রোবট যুদ্ধে
জয়ী হয়ে কিছু অতিমানব।
উল্কার গতিকে হার মানানো মহাকাশ যানে
ছুটে চলে সহস্র আলোকবর্ষ দূরের নক্ষত্রে
বদলে দিতে পার্থিব সভ্যতার আদি রূপ ।
স্মৃতির চৌকাঠে বাঁধা ছেলেবেলা
দাদির কোলে মাথা রেখে
আজগুবি সব রুপকথা শুনে
ফানুস উড়িয়ে কল্পনার
স্বপ্নের রোদে হাঁটাহাঁটি ।
একবিংশের বাসিন্দারা আজ
গড়েছে স্বপ্নের পৃথিবী
কল্পনাকে ছুঁয়ে দেখে রোজ।
বিজ্ঞানের মহৎ আবিস্কার সব
মুঠোফোন , স্যাটেলাইট আর যন্ত্রমানব
এসবই এখন পুরনো ।
সাত সাগর পাড়ি দিয়ে, হিমালয়ের চূড়ায়,
মঙ্গলের মাটিতে তাদের বসবাস ।
চেনা জানার গণ্ডি ছাড়িয়ে কতো অঘটন
নেপচুনে বসতি গড়ে ফোবিয়ানের যাত্রী
নিঃসঙ্গ গ্রহচারীর প্রণয় মেঘবালিকার সাথে ।
কখনো মানুষ নামের কিছু অতি পুরাতন প্রাণীর
সাথে ভয়ংকর রোবট যুদ্ধে
জয়ী হয়ে কিছু অতিমানব।
উল্কার গতিকে হার মানানো মহাকাশ যানে
ছুটে চলে সহস্র আলোকবর্ষ দূরের নক্ষত্রে
বদলে দিতে পার্থিব সভ্যতার আদি রূপ ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
গাজী তারেক আজিজ ১৫/০৯/২০১৩
-
kumu ১৪/০৯/২০১৩oshadharon!!!
-
দাদা মুহাইমিন চৌধূরী ১৪/০৯/২০১৩সাঙ্ঘাতিক সায়েন্স ফিকশন কবিতা লিখেছেন। খুব ভালো লাগলো
-
Înšigniã Āvî ১৪/০৯/২০১৩দুর্দান্ত.....
কবিতা ভালো হয়েছে।