রক্ত
আর কত রক্ত পুড়বে এই বাংলার রাস্তায়
আর কত প্রান চলে যাবে অবলিলা সস্তায়
এই পথ কি অগ্নি পথ নাকি কেউ নিয়েছে শপথ
জলবে আগুন জলবে রক্ত হবে বাংলা ভুমির বধ
আর নয় চুপ থাকা সরল বাংগালি এবার হবে বাকা
গড়বো প্রতিরোধ সচল করবো প্রগতির মহা চাকা।
আর কত প্রান চলে যাবে অবলিলা সস্তায়
এই পথ কি অগ্নি পথ নাকি কেউ নিয়েছে শপথ
জলবে আগুন জলবে রক্ত হবে বাংলা ভুমির বধ
আর নয় চুপ থাকা সরল বাংগালি এবার হবে বাকা
গড়বো প্রতিরোধ সচল করবো প্রগতির মহা চাকা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহাদাত হোসেন রাতুল ১৮/০৪/২০১৫বেশ লিখছেন
-
রফিক রায়হান ২৭/০২/২০১৫দেশের এই সংকট পূর্ণ অবস্থায় তারুণ্যর শক্তি অগ্রণী ভূমিকা রাখার দাবি দার।
-
রফিক রায়হান ২৭/০২/২০১৫সবাইকে ধন্যবাদ মন্তব্য যোগ করে উৎসাহিত করার জন্য।
-
ফিরোজ মানিক ২৫/০২/২০১৫আমরা সবাই একমত। দারুণ কবিতা যেন এক প্রতিবাদী কন্ঠ।
-
আবদুল্লাহ আল মামুন ২৫/০২/২০১৫bortoman somoyer kobita
-
সবুজ আহমেদ কক্স ২৫/০২/২০১৫দারুন..................।কবিতা
-
ফাহমিদা ফাম্মী ২৫/০২/২০১৫ভালো লাগলো
-
জাফর পাঠান ২৫/০২/২০১৫ভাই গতকালও ছয়টি তাজা প্রাণকে গুলিতে ঝাঝরা করে দেয়া হয়েছে, দেশে আইন আদালত থাকতেও । আগুন ও গুলিতে কোন মৃত্যুই এই বাংলার ভূমীতে দেশপ্রেমি জনতা দেখতে চায়না । আসুন আমরা দুই চোখ খোলা রেখে সাদাকে সাদা ও কালাকে কালা বলি ।
-
রক্তিম ২৫/০২/২০১৫স্বাগত ।
-
GoutamSamanta ২৫/০২/২০১৫Khub sundor
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৫/০২/২০১৫সাধুবাদ জানাই আপনার সদ্ব ইচ্ছার। আসরে আপনার প্রথম লেখা। আসরে আপনাকে স্বাগতম। চালিয়ে যান।