আজ ভার্সিটির শেষ ক্লাস
আজ ভার্সিটি লাইফের শেষ ক্লাস কাল থেকে আর ভার্সিটি যাওয়া হবেনা। চাইলে আর হৈ হৈ করে তোদের সাথে দেখা হবেনা!! মামার টং দোকানে এক কাপ 'চা' ভাগ করে খাওয়া হবেনা। সকালে ঘুমের ঘোরে কেউ ফোন দিয়ে বলবে না কৈ তুই ক্যাম্পাসে যাবি না...
একটা সময় এ গুলো অনেক বিরক্ত লাগতো মনে হতো পড়ালেখা না করলেই ভাল হতো এই সব এস্যাইনমেন্ট, টার্ম টেস্ট, লাইব্রেরী-ল্যাব জীবনটা শেষ করে দিলো, কবে বের হবো এখান থেকে।
তবে তোদের সাথে কাটানো স্মৃতির শেষ নেই সেই ভার্সিটির প্রথম থেকে শেষ দিনটা প্রর্যন্ত একসাথে কাটিয়েছি এর মাঝে আনেক হাসি-ঠাট্টা, গল্প-আড্ডা গানে, রাগা-অনুরাগ আনেক হয়েছে তার পর এক সাথে হাতে হাত রেখে পাড়ি দিয়েছি ক্লাসের শেষ দিনটা পর্যন্ত।
চার বছর পর মনের কোণে হঠাৎ যেন বেঁজেছে বিদায়ের ঘন্টা,
প্রিয় ক্যাম্পাস, প্রিয় বন্ধুদের এভাবে আর কখনো কাছে পাবো না।
প্রিয় ক্যাম্পাস ছেড়ে বিদায় নিতে হবে, বন্ধুদের সাথে কাটানো দিন গুলো ছেড়ে যাবার কষ্ট স্মৃতি হয়ে থাকবে ভালোবাসার ক্যাম্পাসে।
একটা সময় এ গুলো অনেক বিরক্ত লাগতো মনে হতো পড়ালেখা না করলেই ভাল হতো এই সব এস্যাইনমেন্ট, টার্ম টেস্ট, লাইব্রেরী-ল্যাব জীবনটা শেষ করে দিলো, কবে বের হবো এখান থেকে।
তবে তোদের সাথে কাটানো স্মৃতির শেষ নেই সেই ভার্সিটির প্রথম থেকে শেষ দিনটা প্রর্যন্ত একসাথে কাটিয়েছি এর মাঝে আনেক হাসি-ঠাট্টা, গল্প-আড্ডা গানে, রাগা-অনুরাগ আনেক হয়েছে তার পর এক সাথে হাতে হাত রেখে পাড়ি দিয়েছি ক্লাসের শেষ দিনটা পর্যন্ত।
চার বছর পর মনের কোণে হঠাৎ যেন বেঁজেছে বিদায়ের ঘন্টা,
প্রিয় ক্যাম্পাস, প্রিয় বন্ধুদের এভাবে আর কখনো কাছে পাবো না।
প্রিয় ক্যাম্পাস ছেড়ে বিদায় নিতে হবে, বন্ধুদের সাথে কাটানো দিন গুলো ছেড়ে যাবার কষ্ট স্মৃতি হয়ে থাকবে ভালোবাসার ক্যাম্পাসে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কালাম হাবিব১ ৩১/১০/২০১৮বিরহের ভাবনা'