www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আড়াল আড়াল চলা

একটি পলক দেখব ভেবে এ পথ ধরে যাওয়া
একটি পলক দেখার আশায় বারান্দাতে চাওয়া।
কেন এত পাষাণ হলে, কিসের এত কাজ?
অনেক অনেক কাজকে ফেলে গিয়েছিলাম আজ।

একটুখানি শুনব কথা, দিয়েছিলাম ফোন;
অথচ নেই তোমার মনে একটু আলোড়ন।
কেন তখন নিরব ছিলে, কিসের অভিযোগ?
সত্যি বলো ঘেন্না কর অামার এ উদ্যোগ।

মনের ভেতর কথার পাহাড়, হয় না তোমায় বলা;
ভালোবাসা দিয়ে কেন আড়াল আড়াল চলা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩৬১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast