আমিই কেনো
আমিই কেনো?
বাস্তবতার মুখোমুখি ,
হে মহাকাল ! আর কতকাল?
কোনো আমিই?
হতাশ হই, ভেঙ্গে যাই,পরে যাই,
আবার উঠে দাড়াই।
আমিই কোনো?
জানিনা কোন সে টানে,
কিংবা কোনো অভিমানে
ভেসে যাই, ভালোভেসে যাই...
তবু ঠকে যাই, অতৃপ্তি রয়ে যায়।
আমারি কেনো?
নিশ্চুপ থাকি,
পথ খুজে বেড়াই,পেয়েও পাইনা,
কেনো আমিই!
জানিনা, হয়তো জানাও যাবে না।
বাস্তবতার মুখোমুখি ,
হে মহাকাল ! আর কতকাল?
কোনো আমিই?
হতাশ হই, ভেঙ্গে যাই,পরে যাই,
আবার উঠে দাড়াই।
আমিই কোনো?
জানিনা কোন সে টানে,
কিংবা কোনো অভিমানে
ভেসে যাই, ভালোভেসে যাই...
তবু ঠকে যাই, অতৃপ্তি রয়ে যায়।
আমারি কেনো?
নিশ্চুপ থাকি,
পথ খুজে বেড়াই,পেয়েও পাইনা,
কেনো আমিই!
জানিনা, হয়তো জানাও যাবে না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ১৩/০১/২০১৮অনেক সুন্দর
-
মধু মঙ্গল সিনহা ১৩/০১/২০১৮অনেক সুন্দর,ধন্যবাদ
-
পি পি আলী আকবর ১২/০১/২০১৮খুব সুন্দর