পুড়ে যাই
পুড়ে যাই মিথ্যায়,
পুড়ে যাই আঁধারের নীঁড়ে।
পুড়ে যাই যন্ত্রনায়,
অজস্র কান্নার ভীড়ে।
পুড়ে যাই তাপে,
হয় বুক দহন।
পুড়ে যাই সস্তায়
পোড়ায় সেই চাহন।
পুড়ে যাই আঁধারের নীঁড়ে।
পুড়ে যাই যন্ত্রনায়,
অজস্র কান্নার ভীড়ে।
পুড়ে যাই তাপে,
হয় বুক দহন।
পুড়ে যাই সস্তায়
পোড়ায় সেই চাহন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ০৫/০৬/২০১৭খুব ভাল ...
-
Tanju H ০৪/০৬/২০১৭সত্যি আমরা সবাই মিথ্যায় পুড়ে যা্ই।শুভেচ্ছা কবি।
-
আলম সারওয়ার ০৩/০৬/২০১৭ভাল লাগল আমার লেখাকে আরো গতিশীল করা করার জন্য শুভেচ্ছা থাকল আমার
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৩/০৬/২০১৭ভালো বিষয়।
-
সাইয়িদ রফিকুল হক ০৩/০৬/২০১৭ভালো লাগলো।
-
আব্দুল হক ০৩/০৬/২০১৭সুন্দর লিখেছেন ধন্যবাদ!