হয়তো
হয়তো দেখা হবে,
কোন এক কুয়াশার ভোরে।
হয়তো দেখা হবে,
কোন এক চেনা কাতারে।
"যেখানে নামাজ হবে,
তবে আযান হবে না।
যেখানে জামাত হবে
তবে মোনাজাত হবে না"
এসব হবে হয়তো...
না হয় হবে না
হয়তো দেখা হবে...
ইচ্ছা থাকলেও কথা হবে না।
দেখা হবে...
হয়তো জানা যাবে,
হয়তো জানাও যাবে না...
কোন এক কুয়াশার ভোরে।
হয়তো দেখা হবে,
কোন এক চেনা কাতারে।
"যেখানে নামাজ হবে,
তবে আযান হবে না।
যেখানে জামাত হবে
তবে মোনাজাত হবে না"
এসব হবে হয়তো...
না হয় হবে না
হয়তো দেখা হবে...
ইচ্ছা থাকলেও কথা হবে না।
দেখা হবে...
হয়তো জানা যাবে,
হয়তো জানাও যাবে না...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ২০/০৩/২০১৭খুব ভালো লাগলো।
-
অস্পষ্ট ছবি ১৭/০৩/২০১৭কবি সন্দিহান...।। ভালো লাগলো, কবিতাটি....।
-
রাবেয়া মৌসুমী ১৭/০৩/২০১৭মন নিরব হয়ে যায়,হে কবি। সুন্দর!
-
রবিউল হাসান ১৭/০৩/২০১৭অনেক গভীরের ভাবনা।বেশ ভালো লাগলো কবি।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৭/০৩/২০১৭ওহ!
সত্যিই অর্ভতপূর্ব
উন্নত ভাবনার এক অনাবিল কম্পোজিশন।
উন্নত কাব্য প্রয়াস
ধন্যবাদ