নাম তার বাংলাদেশ
একটি ভুখন্ড, একটি মানচিত্র
কোটি জনতা, লক্ষ বীর, সহস্র স্বপ্ন
নাম তার বাংলাদেশ
কিছু নজরুল,কিছু ভাষাণী
আরও অসংখ্য জ্ঞানী গুনি
নাম তার বাংলাদেশ
কুয়াশার চাদর, আবহমান নদীর স্রোত
পাখির ডাক,বৃষ্টি ভেজা দিন,
কাক ডাকা ভোড়
নাম তার বাংলাদেশ
কিছু আশা,অপার সম্ভবনা
একত্রিত জনতা
হ্যা এই দেশের কথাই বলছি
নাম তার বাংলাদেশ
কোটি জনতা, লক্ষ বীর, সহস্র স্বপ্ন
নাম তার বাংলাদেশ
কিছু নজরুল,কিছু ভাষাণী
আরও অসংখ্য জ্ঞানী গুনি
নাম তার বাংলাদেশ
কুয়াশার চাদর, আবহমান নদীর স্রোত
পাখির ডাক,বৃষ্টি ভেজা দিন,
কাক ডাকা ভোড়
নাম তার বাংলাদেশ
কিছু আশা,অপার সম্ভবনা
একত্রিত জনতা
হ্যা এই দেশের কথাই বলছি
নাম তার বাংলাদেশ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ২৮/০৩/২০১৭দেশের কথা !সঙন্দর লিখেছেন।
-
সফিউল্লাহ আনসারী ০৩/১২/২০১৬দারুন ভাল লাগলো...।।
-
অঙ্কুর মজুমদার ০৩/১২/২০১৬vlo,,,,,,,,
-
সাইয়িদ রফিকুল হক ০২/১২/২০১৬শুধু নজরুল-ভাসানী বাংলাদেশ নয়।
-
আব্দুল হক ০১/১২/২০১৬Sundor
-
মোনালিসা ০১/১২/২০১৬আরও বেশী লিখবেন
-
রইস উদ্দিন খান আকাশ ০১/১২/২০১৬খুব সুন্দর