চলে যাবো
চলে যাবো একদিন হুট করেই,
পুরানো শহর আর চেনা কিছু অলি-গলি
পেছনে পরে রবে।
নীরবে কারো কন্নার শব্দ শুনতে হবে না,
ফিরে তাকানোর সুযোগও থাকবে না
তাই চলে যাবো.........,
বিড়হ,অপ্রাপ্তি, অক্ষমতা, অভিমান
এর দোহাই দিয়ে,
চলে যাবো....
হুট করেই একদিন চলে যাবো.......
পুরানো শহর আর চেনা কিছু অলি-গলি
পেছনে পরে রবে।
নীরবে কারো কন্নার শব্দ শুনতে হবে না,
ফিরে তাকানোর সুযোগও থাকবে না
তাই চলে যাবো.........,
বিড়হ,অপ্রাপ্তি, অক্ষমতা, অভিমান
এর দোহাই দিয়ে,
চলে যাবো....
হুট করেই একদিন চলে যাবো.......
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোনায়েম খান নিজাম ১৯/১১/২০১৬অনন্য!
-
সুজিত মান্না ১৯/১১/২০১৬ভালো।
তবে ডট এতো গুলো করে দেওয়ার মানে কী???ডট বেশি কম এর পার্থক্যে কিন্তু আলাদা আলাদা অর্থ আছে । -
সোলাইমান ১৯/১১/২০১৬হুম,যেতে তো হবেই।
-
নাইম আহম্মেদ ১৮/১১/২০১৬না গেলেইকি নয়..?
-
মোনালিসা ১৮/১১/২০১৬ভাল
-
আব্দুল হক ১৮/১১/২০১৬ভালো লিখা
-
আনিসা নাসরীন ১৮/১১/২০১৬অভিমান নিয়ে চলে যাবেন না।