ব্যর্থ চেষ্টা
নীরবে নীভৃতে কেদে যাই,তবু দ্বীপ যেলে যাই
অকারন, তবু কষ্ট নিবারণ,হয়েও হয়না তবু ব্যর্থ চেষ্টা।
হাহাকার ,তোকে নেই দরকার ,যা চলে যা ,যেথায় যাবি যা
মানা নেই ,কোনো পিছুটান নেই।
সবি বাস্তব,কুয়াশার মতই স্পষ্ট,
আবেগ-বিবেগ,রাগ-অনুরাগ, স্বপ্ন তা দুস্বপ্ন তবু দেখে যাই।
আশা মরিচিকা,অচল চাকা,পথটা বাকা, তবু হেটে যাই
জানা নেই,মানা নেই, হেটে যাচ্ছি ,যাচ্ছি তো যাচ্ছি....
উদ্দেশ্য কি? উদ্দেশ্য নেই ,তবে গন্তব্যহীন।
অকারন, তবু কষ্ট নিবারণ,হয়েও হয়না তবু ব্যর্থ চেষ্টা।
হাহাকার ,তোকে নেই দরকার ,যা চলে যা ,যেথায় যাবি যা
মানা নেই ,কোনো পিছুটান নেই।
সবি বাস্তব,কুয়াশার মতই স্পষ্ট,
আবেগ-বিবেগ,রাগ-অনুরাগ, স্বপ্ন তা দুস্বপ্ন তবু দেখে যাই।
আশা মরিচিকা,অচল চাকা,পথটা বাকা, তবু হেটে যাই
জানা নেই,মানা নেই, হেটে যাচ্ছি ,যাচ্ছি তো যাচ্ছি....
উদ্দেশ্য কি? উদ্দেশ্য নেই ,তবে গন্তব্যহীন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোবারক হোসেন ২৬/০৪/২০১৬ভাল।।।
-
মাহাবুব ১৯/০৪/২০১৬খুব ভালো কবিতাটা, কবি শুভেচ্ছা।
-
জয় শর্মা ১৯/০৪/২০১৬খুব ভালো লিখা।
-
রানা ১৭/০৪/২০১৬ভােলা লাগেলা
-
পরশ ১৭/০৪/২০১৬হৃদয় স্পর্শী
-
মোহাম্মদ আয়নাল হক ১৭/০৪/২০১৬বেশ লিখেছেন ভাই