কষ্ট
কষ্ট ,কষ্টকে মাপছি
কেজি এক হবে হয়তো
এক একটা দীর্ঘশ্বাস এক এক গ্রাম পরিমান
কপাল নয় ,নিজের দোষেই আজ নিজের এই পরিমান
কষ্ট , কষ্টকে গুনছি
টাকার মতো করে,
হাজার খানেক তো হবেই..
এক একটা স্বপ্নের মূল্য এক পয়সার মতো
এরকম টাকা হারালাম শত
কষ্ট , কষ্টকে দেখছি,
চাদের মতো করে
শুধু আলো দিয়ে যাচ্ছে
আর তারা গুলো আমায় নিয়ে উপহাস করছে
চরম উপহাস
কেজি এক হবে হয়তো
এক একটা দীর্ঘশ্বাস এক এক গ্রাম পরিমান
কপাল নয় ,নিজের দোষেই আজ নিজের এই পরিমান
কষ্ট , কষ্টকে গুনছি
টাকার মতো করে,
হাজার খানেক তো হবেই..
এক একটা স্বপ্নের মূল্য এক পয়সার মতো
এরকম টাকা হারালাম শত
কষ্ট , কষ্টকে দেখছি,
চাদের মতো করে
শুধু আলো দিয়ে যাচ্ছে
আর তারা গুলো আমায় নিয়ে উপহাস করছে
চরম উপহাস
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহাবুব ০৮/০৩/২০১৬বেশ ভালো হয়েছে কবি কবিতাটা, শুভেচ্ছা।
-
মোঃইস্রাফিল হোসেন ০৮/০৩/২০১৬বেশ লাগল
-
মোঃ ফিরোজ হোসেন ০৮/০৩/২০১৬বেশ ভাল হয়েছে
-
ঐশ্বরিক হিমা ০৭/০৩/২০১৬কষ্টগুলো মাপার জন্য.... পরিমাপের নতুন একক নবায়ন করলে অনেক সুবিধা হতো :/
-
হরিশ বর্মন (বুলবুলি) ০৭/০৩/২০১৬দারুণ লাগলো কবি।