প্রদীপ
জীবন যাচ্ছে থেমে থেমে
চলছে না আর এভাবে
ভালো লাগার সব জিনিসগুলো
যাচ্ছে যেন কিভাবে!
ইচ্ছে হয় না আগের মতো
ঘুড়ির সাথে উড়ি,
জাগে না আর আমার মনে
উড়াতে ইচ্ছের ঘুড়ি।
আশার প্রদীপটা যাচ্ছে নিভে
একটু একটু করে,
ভাষা তো আমি হারিয়ে ফেলেছি
বুঝাবো কেমন করে!
চলার পথে হোচট খেয়ে
পরছি বারে বার,
তাকিয়ে দেখি আশেপাশে
শুধুই হাহাকার।
ভালোবাসা নামক শব্দটি কি আদৌ
আছে পৃথিবীতে?
মনুষ্যত্ব সেতো হারিয়ে গেছে
অনেক দিন আগে।
এভাবে জীবন সেতো ফুরিয়ে গেল
বাকি রইলো কি?
জানিনা আর এই জীবনে
আমার হবে কি?
চলছে না আর এভাবে
ভালো লাগার সব জিনিসগুলো
যাচ্ছে যেন কিভাবে!
ইচ্ছে হয় না আগের মতো
ঘুড়ির সাথে উড়ি,
জাগে না আর আমার মনে
উড়াতে ইচ্ছের ঘুড়ি।
আশার প্রদীপটা যাচ্ছে নিভে
একটু একটু করে,
ভাষা তো আমি হারিয়ে ফেলেছি
বুঝাবো কেমন করে!
চলার পথে হোচট খেয়ে
পরছি বারে বার,
তাকিয়ে দেখি আশেপাশে
শুধুই হাহাকার।
ভালোবাসা নামক শব্দটি কি আদৌ
আছে পৃথিবীতে?
মনুষ্যত্ব সেতো হারিয়ে গেছে
অনেক দিন আগে।
এভাবে জীবন সেতো ফুরিয়ে গেল
বাকি রইলো কি?
জানিনা আর এই জীবনে
আমার হবে কি?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহাবুব ১৬/০২/২০১৬
-
অভিষেক মিত্র ১৬/০২/২০১৬চমৎকার
-
মনিরুজ্জামান জীবন ১৫/০২/২০১৬অসামান্য লেখা।
-
গাজী তৌহিদ ১৫/০২/২০১৬কবিদের হতাশ হলে চলবে না!
সামনের প্রজন্মে কে আলো দেখানোর দায়িত্ব আমাদেরই! -
ধ্রুব রাসেল ১৫/০২/২০১৬ভাল লাগলো। আরো লিখুন।
-
বিদ্রোহী ফাহিম খান ১৫/০২/২০১৬দুর্দান্ত
-
দেবাশীষ দিপন ১৫/০২/২০১৬দারুণ।
-
আশরাফুল ইসলাম শিমুল ১৫/০২/২০১৬ভাল লিখেছেন
-
নিলয় পারভেজ হৃদয় ১৫/০২/২০১৬পড়ে মুগ্ধ হলাম। কিন্তু জীবন কারোর জন্য থেমে থাকে না।
শুভেচ্ছা।