হারিয়ে যাচ্ছি
হারিয়ে যাচ্ছি ,কোথায় যাচ্ছি ,তা জানিনা
হেরে যাচ্ছি তাও দেখছি , কিন্তু মানতে পারছি না ।
ভুল করছি ,মেনেও নিচ্ছি কিন্তুু শুধরোচ্ছি না ।
চলছি অনেক তবু খুজে পাচ্ছি না পখ,
আশায় আশায় থাকছি সুখের ,
তবু চারিদিকে অশান্তি আর বিপদ ।
হেরে যাচ্ছি তাও দেখছি , কিন্তু মানতে পারছি না ।
ভুল করছি ,মেনেও নিচ্ছি কিন্তুু শুধরোচ্ছি না ।
চলছি অনেক তবু খুজে পাচ্ছি না পখ,
আশায় আশায় থাকছি সুখের ,
তবু চারিদিকে অশান্তি আর বিপদ ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিযান পাল ০৯/০২/২০১৬
-
মাহাবুব ০৮/০২/২০১৬ভালো লাগলো।
-
ধ্রুব রাসেল ০৮/০২/২০১৬ভাল লাগল
-
নির্ঝর ০৮/০২/২০১৬সহমত
-
মনিরুজ্জামান জীবন ০৭/০২/২০১৬অপার ভালো লাগা।
-
সফিউল্লাহ আনসারী ০৭/০২/২০১৬শুভকাম
-
হরেকৃষ্ণ দে ০৭/০২/২০১৬ভালো।চলুক লেখা।শুভেচ্ছা রইলো।
রবীন্দ্রনাথের "প্রথম দিনের সূর্য" মনে করুন । রচনার পর প্রায় ৭৫ বছর কেটে গেছে । আজও সেই কবিতাকে ঘিরে টান টান রহস্যের আবরণ ।
এত কথা বললাম কেন জানেন, আমার মনে হল আপনি চেষ্টা করলে শব্দ-বিন্যাসে এমন রহস্য কবিতায় আনতে পারেন । শুভেচ্ছা থাকল । ধন্যবাদ ।