ভালোবাসিবো তারে
ভালোবাসিবো তারে
যে আমার কবিতার ছন্দ হবে
ভালোবাসিবো তারে
যে আমার কথার সঙ্গ দিবে
ভালোবাসিবো তারে
যে আড়ালে আমায় দেখবে
ভালোবাসিবো তারে
যে চলার পথে লজ্জামুখে আমার হাতটি ধরবে
ভালোবাসিবো তারে
যে আমার মেঘলা আকাশের মেঘদূত হবে
ভালোবাসিবো তারে
যে আমার রংধনুকে রাঙিয়ে তুলবে
ভালোবাসিবো তারে
যে আমায় ভেজা ঘাসের শিশির হবে
ভালোবাসিবো তারে
যে আমার রোদেলা দিনের ছায়া হবে
ভালোবাসিবো তারে
যে আমার রাতের ঘুমের স্বপ্ন হবে
ভালোবাসিবো তারে
যে আমায় ভালোবাসবে
যে আমার কবিতার ছন্দ হবে
ভালোবাসিবো তারে
যে আমার কথার সঙ্গ দিবে
ভালোবাসিবো তারে
যে আড়ালে আমায় দেখবে
ভালোবাসিবো তারে
যে চলার পথে লজ্জামুখে আমার হাতটি ধরবে
ভালোবাসিবো তারে
যে আমার মেঘলা আকাশের মেঘদূত হবে
ভালোবাসিবো তারে
যে আমার রংধনুকে রাঙিয়ে তুলবে
ভালোবাসিবো তারে
যে আমায় ভেজা ঘাসের শিশির হবে
ভালোবাসিবো তারে
যে আমার রোদেলা দিনের ছায়া হবে
ভালোবাসিবো তারে
যে আমার রাতের ঘুমের স্বপ্ন হবে
ভালোবাসিবো তারে
যে আমায় ভালোবাসবে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান জীবন ০১/০২/২০১৬অনুপম রূপকের জ্যোস্না!
-
নাসিফ আমের চৌধুরী ২৭/০১/২০১৬ভাল লাগল
-
ধ্রুব রাসেল ২৭/০১/২০১৬ভালবাসার রসে ভরা কবিতা। ভাল লাগলো।
-
সীমা সান্যাল ২৬/০১/২০১৬এমন ভালবাসার মানুষ পাওয়া যায় কি??? তাহলে আমিও চাই।।
-
বিদ্রোহী ফাহিম খান ২৬/০১/২০১৬অসাধারন কবিতা
-
প্রদীপ চৌধুরী ২৬/০১/২০১৬ভালো লাগলো
-
মনিরুজ্জামান শুভ্র ২৬/০১/২০১৬এমন কি কাউকে খুঁজে পেলেন নাকি? খুব ভাল লাগলো।