www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রাশেদ খান

রানা টিউশন থেকে বাসায় ফিরছে।
কোনাবাড়ি থেকে যাত্রাবাড়ি আসতেছে।
লেগুনায় বসে ফেসবুক চালাচ্ছে।
একটা মেসেজ আসলো ফেসবুকে।
"দোস্ত গাড়িতে আছি, বাসায় আইতাছি"
2 hours ago
রানা রিপ্লাই দিতে যাবে সেই সময়
লেগুনা যাত্রাবাড়ি এসে পৌছালো।
তার বাসা শ্যামপুর। তাই এখন একটু
সামনে গিয়ে ঢাকা ম্যাচের লেগুনায়
উঠতে হবে। একটু সামনে আসতেই
অনেক লোকের ভিড়। একটা বাস
রাস্তার পাশে উল্টে পরে আছে।

রাস্তায় অনেক লোকের ভিড়
লাশটাকে চেনার কোনো উপায় নেই।
গায়ে সাদা পাঞ্জাবি টা টুকটুকে লাল। লোকজনের ভিড়। সনাক্ত করার উপায় নেই। সাইড থেকে রানা বলল পকেট দেখলে ভালো হতো,মোবাইল থাকতে পারে।
রানা লাশের পকেট থেকে মোবাইল বেড় করলো। মোবাইলটাও বেশ চেনা
চেনা লাগছে। আতঙ্কিত হয়ে গেল।
ছেলেটার হাত পা কাপছে।
মোবাইলের উপরেই ফেসবুক সফটওয়ার টা ভাসছে। ডাটা কানেকশনও চালু করা।
ফেসবুকে ঢুকলেই তার পরিচয় পাওয়া যাবে। ফেসবুকে ঢুকতেই প্রোফাইল নাম
লেখা "রাশেদ খান"
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৮৩৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/১২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মনে হয় আরো একটু ডিটেইল্সে লিখলে ভাল হত।
  • গল্পের বিষয়টা খুব সুন্দর। কিন্তু গুছিয়ে লিখতে হবে । বোধগম্য হলে পাঠক আকৃষ্ট হন। পোষ্ট করার আগে পরে ভালো করে বানান দেখে নিতে হবে। বেশি বানান ভুল থাকলে ভালো লেখা ও বিজ্ঞ পাঠক মুখ ঘুরিয়ে নেন।

    ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন,
    আর হৃদয় উজাড় করে লিখতে থাকুন।
    আন্তরিক শুভেচ্ছা জানাই।
  • জে এস সাব্বির ২২/১২/২০১৫
    শুধু টাইটেল চেন্জ করেই রিপোস্ট করে ফেললেন!! অথচ একটা টাইটেলেও ভাল লাগার তেমন কিছু নাই ।।তারপর আবার ,এটা গল্প নাকি তার মাথামুন্ডু কিছু বোঝার উপায়ও নাই ।

    আপনি কবিতা খুব ভাল লিখতে পারেন ।কবিতাই লিখেন ।
  • মোঃ মুলুক আহমেদ ২১/১২/২০১৫
    গল্পটায় মনে হয়, আরো কিছু লিখলে সুন্দর হতো।
    হৃদয় স্পর্শকাতর গল্প সেটা বুঝা যাচ্ছে।
    তবে সুন্দর ভাবে সাঝিয়ে লিখলে আরো ভালো হত।
    -শুভকামনা রইল।
  • এখানে গল্পটা কোথায় ? লাইন ভেঙ্গে লেখার কারণ বোধগম্য হলো না। বানান ও দেখে নিতে হবে।
 
Quantcast