হে প্রিয়
হে প্রিয়,
ইচ্ছে হলে উড়ে যাও,
যেথা সুখ পাবে সেথা।
ডানামুক্ত তোমার,
ফিরিয়ে দিলাম স্বাধীনতা।
যাও যত যতদূর ইচ্ছে তোমার।
এখন আমি বৈড়াগী।
তোমার তপ্ত অশ্রু আর
ঝড়াতে চাই না।
আমি এখন অনুভূতিহহীন...
আবেগ ছিলো কিছুটা সেটা আর নেই।
জানি একেবারে ভুলে যেতে পারবেনা,
তবুও চেষ্টা করো।
যদি মনে পড়ে কভু মোরে
দেখো চেয়ে হিমালয়ের তরে।
হয়তো পাবেনা।
খুজে দেখ দূর গগণে, দেখবে
ভাসছে আমার বৈড়াগী প্রতিচ্ছবি।
ইচ্ছে হলে উড়ে যাও,
যেথা সুখ পাবে সেথা।
ডানামুক্ত তোমার,
ফিরিয়ে দিলাম স্বাধীনতা।
যাও যত যতদূর ইচ্ছে তোমার।
এখন আমি বৈড়াগী।
তোমার তপ্ত অশ্রু আর
ঝড়াতে চাই না।
আমি এখন অনুভূতিহহীন...
আবেগ ছিলো কিছুটা সেটা আর নেই।
জানি একেবারে ভুলে যেতে পারবেনা,
তবুও চেষ্টা করো।
যদি মনে পড়ে কভু মোরে
দেখো চেয়ে হিমালয়ের তরে।
হয়তো পাবেনা।
খুজে দেখ দূর গগণে, দেখবে
ভাসছে আমার বৈড়াগী প্রতিচ্ছবি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নূরুজ্জামান নাঈম ২১/১১/২০১৫বেশ ভাল।
-
নির্ঝর ২০/১১/২০১৫বারবার পড়ছি
-
নির্ঝর ১৮/১১/২০১৫পড়ে ভাল লেগেছে খুব
-
নির্ঝর ১৬/১১/২০১৫অনেক ভাল লে্গেছে
-
কায়সার মোহাম্মদ ইসলাম ১৪/১১/২০১৫আবেগ উথলে পরছে ফোয়ারার মতন...।।
-
পরিতোষ ভৌমিক ২ ১৩/১১/২০১৫প্রিয়র প্রতি অমোঘ ভালবাসার বৈরাগী মনের অনুরাগ বেশ ভাল লেগেছে ।
-
দ্বীপ সরকার ১৩/১১/২০১৫অসাধারন ll