সুখ তুমি সুখে থাকো
হয়তো কোন একদিন,
কোন এক ভোরে আসবে তুমি সুখ।
তাইতো আমি সাজিয়ে রাখছি
আছে যা আমার দুখ।
সুখ, তুমি হয়তো ছুটিতে আছো
সেটা হতে পারে গ্রীষ্মকালীন।
নাকি উত্তরের শৈতপ্রবাহে তুমি
বরফ হয়ে আছো।
সুখ তুমি আছো তো!!
নাকি আমি যেটা ভাবছি সেটা শুধুই আমার আল্পনা।
না, তুমি আমি ব্যতীত সবার জন্যে,
আমার জন্যে শুধুই কল্পনা।
তুমি ভেবনা তুমি না আসলে
আমার বিরাট ক্ষতি হয়ে যাবে।
সেটা ভাবলে তুমি ভুল ভাববে।
দুঃখের সাথে কথাবার্তা প্রায় শেষ
সে বলেছে আমার সাথে বন্ধুত্ব করতে তার বাধা নেই।
আমি কি বলবো!
বললাম আমারো আপত্তি নেই।
সুখ, তুমি সুখেই থাকো।
তুমিই সুখে থাকো।
কোন এক ভোরে আসবে তুমি সুখ।
তাইতো আমি সাজিয়ে রাখছি
আছে যা আমার দুখ।
সুখ, তুমি হয়তো ছুটিতে আছো
সেটা হতে পারে গ্রীষ্মকালীন।
নাকি উত্তরের শৈতপ্রবাহে তুমি
বরফ হয়ে আছো।
সুখ তুমি আছো তো!!
নাকি আমি যেটা ভাবছি সেটা শুধুই আমার আল্পনা।
না, তুমি আমি ব্যতীত সবার জন্যে,
আমার জন্যে শুধুই কল্পনা।
তুমি ভেবনা তুমি না আসলে
আমার বিরাট ক্ষতি হয়ে যাবে।
সেটা ভাবলে তুমি ভুল ভাববে।
দুঃখের সাথে কথাবার্তা প্রায় শেষ
সে বলেছে আমার সাথে বন্ধুত্ব করতে তার বাধা নেই।
আমি কি বলবো!
বললাম আমারো আপত্তি নেই।
সুখ, তুমি সুখেই থাকো।
তুমিই সুখে থাকো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সহিদুল হক ২৫/১০/২০১৫দারুন কবিতা।
-
আশরাফ আলী সোহান ২৪/১০/২০১৫ফাটাফাটি হয়েছে
-
সুহেল ইবনে ইসহাক ২৩/১০/২০১৫Balo laglo
-
মুরাদ হোসেন ২২/১০/২০১৫তাইত আমি সাজিয়ে রাখছি । সাধু চলতি মিশ্রণ । লাইনটি হবে ,
তাইত আমি সাজিয়ে রেখেছি । যাই হোক সুন্দর প্রকাশ সুখের ।
লিখে যান । ভালো থাকবেন । -
দ্বীপ সরকার ২২/১০/২০১৫ভালো লাগলো।
-
ঋজু কবি ২১/১০/২০১৫খুব সুন্দর কবিতা ।
-
শমসের শেখ ২১/১০/২০১৫কবি অনেক ভালো লিখেছেন। তবে সুখের জন্য অপেক্ষা করতে হবে।
-
Md. Ashik Hossain Rone ২১/১০/২০১৫ভাল লাগলো খুবই।
-
পরশ ২১/১০/২০১৫ভাল লাগলো