ব্যক্তিত্বহীন মহাপরুষ
ব্যক্তিত্ব বলতে ছিল যা কিছু আমার,
দিয়েছি সব বিসর্জন।
নতুন কিছু তৈরি করেছি ভিতরে
দেখি! কিছু করতে পারি কিনা অর্জন।
ছিলাম ব্যক্তিত্ব সম্পন্ন
অভীন্ন এক পুরুষ,
হতে চাই কালের আবর্তনে
ব্যক্তিত্বহীন মহাপুরুষ।
কষ্ট কে কষ্ট করে করেছি বর্জন
এটাই হয়তো অনেক বড়ো অর্জন।
জানে না কেউ, হয়তো কেউ জানবেওনা,
ভাল থাক এটাই সর্বদা কামনা।
মনের সাথে যুদ্ধ করে করি পরাজয়
যেভাবেই হোক হয় পরাজয়
বরন করে নেই আমার পরাজয়।
দিয়েছি সব বিসর্জন।
নতুন কিছু তৈরি করেছি ভিতরে
দেখি! কিছু করতে পারি কিনা অর্জন।
ছিলাম ব্যক্তিত্ব সম্পন্ন
অভীন্ন এক পুরুষ,
হতে চাই কালের আবর্তনে
ব্যক্তিত্বহীন মহাপুরুষ।
কষ্ট কে কষ্ট করে করেছি বর্জন
এটাই হয়তো অনেক বড়ো অর্জন।
জানে না কেউ, হয়তো কেউ জানবেওনা,
ভাল থাক এটাই সর্বদা কামনা।
মনের সাথে যুদ্ধ করে করি পরাজয়
যেভাবেই হোক হয় পরাজয়
বরন করে নেই আমার পরাজয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রইস উদ্দিন খান আকাশ ২১/১০/২০১৫দারুণ
-
রুহুল আমীন রৌদ্র. ১৯/১০/২০১৫অপূর্ব
-
Md. Ashik Hossain Rone ১৯/১০/২০১৫অনবদ্য লিখনী।
-
মোবারক হোসেন ১৯/১০/২০১৫ভাল
-
শমসের শেখ ১৯/১০/২০১৫ভালো লিখেছেন তবে কবির ভাবনাটা পুরোপুরি ফুটে উঠেনি।