মধ্যবিত্ত
ধরণীর আসল রুপ দেখে মধ্যবিত্ত লোক কিছু
অজানা এক আবেগ সদা তাদের টানে পিছু।
স্বপ্ন তাদের অনেক আছে,
বলবে তারা কাদের কাছে
বললে বা কি হবে?
থাকবে কি কেউ তাদের পাশে!
কেন্দ্র ছারা ঘুরছে এক বৃত্ত,
ধরণীর ভিতর তারাই মধ্যবিত্ত।
অজানা এক আবেগ সদা তাদের টানে পিছু।
স্বপ্ন তাদের অনেক আছে,
বলবে তারা কাদের কাছে
বললে বা কি হবে?
থাকবে কি কেউ তাদের পাশে!
কেন্দ্র ছারা ঘুরছে এক বৃত্ত,
ধরণীর ভিতর তারাই মধ্যবিত্ত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আহমাদ আবদুল কাইয়ুম ০৭/১০/২০১৫খুব ভালো লাগলো
-
সুহেল ইবনে ইসহাক ০৭/১০/২০১৫Bhalo laglo
-
বিজয় রায় ০৭/১০/২০১৫অনেক সুন্দর লিখছেন
-
মোহাম্মদ আব্দুল ওয়ারেশ (কাব্য) ০৭/১০/২০১৫হ্যা, ভালো লিখেছেন
-
ঋজু কবি ০৬/১০/২০১৫বেশ দারুন ভাবনা । সুন্দর কাব্যিকতা ।
-
দেবব্রত সান্যাল ০৬/১০/২০১৫ভাই বানান দেখে নিন। রূপ , ছাড়া ইত্যাদি। শেষ চার লাইনে ছন্দ পতন হয়েছে। মাত্রা রাখা দরকার। হবের সাথে পাশে মেলে না। বৃত্ত র সাথে বিত্ত মেলেনা। কবিতাকে কবিতার ভাষায় কথা বলতে হবে।