ফেসবুক
রানা টিউশন থেকে বাসায় ফিরছে।
কোনাবাড়ি থেকে যাত্রাবাড়ি আসতেছে।
লেগুনায় বসে ফেসবুক চালাচ্ছে।
একটা মেসেজ আসলো ফেসবুকে।
"দোস্ত গাড়িতে আছি, বাসায় আইতাছি"
2 hours ago
রানা রিপ্লাই দিতে যাবে সেই সময়
লেগুনা যাত্রাবাড়ি এসে পৌছালো।
তার বাসা শ্যামপুর। তাই এখন একটু
সামনে গিয়ে ঢাকা ম্যাচের লেগুনায়
উঠতে হবে। একটু সামনে আসতেই
অনেক লোকের ভিড়। একটা বাস
রাস্তার পাশে উল্টে পরে আছে।
রাস্তায় অনেক লোকের ভিড়
লাশটাকে চেনার কোনো উপায় নেই।
গায়ে সাদা পাঞ্জাবি টা টুকটুকে লাল।
লোকজনের ভিড়। সনাক্ত করার উপায় নেই।
সাইড থেকে রানা বলল পকেট দেখলে ভালো হতো,
মোবাইল থাকতে পারে।
রানা লাশের পকেট থেকে মোবাইল বেড় করলো।
মোবাইলটাও বেশ চেনা চেনা লাগছে। আতঙ্কিত হয়ে গেল।
ছেলেটার হাত পা কাপছে।
মোবাইলের উপরেই ফেসবুক সফটওয়ার টা ভাসছে।
ডাটা কানেকশনও চালু করা।
ফেসবুকে ঢুকলেই তার পরিচয় পাওয়া যাবে।
ফেসবুকে ঢুকতেই প্রোফাইল নাম
লেখা রাশেদ খাঁন।
কোনাবাড়ি থেকে যাত্রাবাড়ি আসতেছে।
লেগুনায় বসে ফেসবুক চালাচ্ছে।
একটা মেসেজ আসলো ফেসবুকে।
"দোস্ত গাড়িতে আছি, বাসায় আইতাছি"
2 hours ago
রানা রিপ্লাই দিতে যাবে সেই সময়
লেগুনা যাত্রাবাড়ি এসে পৌছালো।
তার বাসা শ্যামপুর। তাই এখন একটু
সামনে গিয়ে ঢাকা ম্যাচের লেগুনায়
উঠতে হবে। একটু সামনে আসতেই
অনেক লোকের ভিড়। একটা বাস
রাস্তার পাশে উল্টে পরে আছে।
রাস্তায় অনেক লোকের ভিড়
লাশটাকে চেনার কোনো উপায় নেই।
গায়ে সাদা পাঞ্জাবি টা টুকটুকে লাল।
লোকজনের ভিড়। সনাক্ত করার উপায় নেই।
সাইড থেকে রানা বলল পকেট দেখলে ভালো হতো,
মোবাইল থাকতে পারে।
রানা লাশের পকেট থেকে মোবাইল বেড় করলো।
মোবাইলটাও বেশ চেনা চেনা লাগছে। আতঙ্কিত হয়ে গেল।
ছেলেটার হাত পা কাপছে।
মোবাইলের উপরেই ফেসবুক সফটওয়ার টা ভাসছে।
ডাটা কানেকশনও চালু করা।
ফেসবুকে ঢুকলেই তার পরিচয় পাওয়া যাবে।
ফেসবুকে ঢুকতেই প্রোফাইল নাম
লেখা রাশেদ খাঁন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহফুজুর রহমান ০৭/১০/২০১৫ছোট্ট গল্পের কিছু রীতি আছে যা আমি জানিনা , এটা স্বীকার করি যে - নিয়ম ভাঙ্গার জন্যই নিয়মের তৈরি হয় । এই গল্পে জানিনা নিয়ম ভাঙ্গার এতটা ব্যাপার আছে , জানিনা লেখক এটা জেনে করেছেন , নাকি না জেনে । তবে ভালো লেগেছে ......
-
নির্ঝর ০৫/১০/২০১৫করুন!
-
তরীকুল ইসলাম সৈকত ০৫/১০/২০১৫অসাধারন লাগলো।
-
শান্তনু ব্যানার্জ্জী ০৩/১০/২০১৫বাবা এ তো ভয়ানক অভিজ্ঞতা ।
-
নির্ঝর ০২/১০/২০১৫তবে কি রাশেদই মেসেজটা দিয়েছিল?