জীবনযুদ্ধ
জীবন যুদ্ধে অনেকদিন ধরে
হারছি বারেবার,
অনিচ্ছা থাকার পরেও যুদ্ধে নেমেছি,
কি আর করার!
মেধাহীনতা আর বাস্তবতায় দিয়েছি
বাদ লেখাপড়া,
কি যেন কি ভেবে শুরু করলাম
চাকরি-বাকরি করা।
স্বপ্ন গুলো বাস্প হয়ে উড়ে যাচ্ছে
একটু একটু করে,
কল্পনাও করিনা,করে কি হবে!
থাকুক অবহেলায় পরে।
বাস্তবতাকে গ্রহণ করে ছুরে
ফেলেছি আবেগ,
আবেগ আবেগ করে নিঃস্ব করেছি
যা ছিল বিবেগ।
কিছু কিছু সময় কেমন লাগে
নিজেও তা জানিনা,
নিজের সাথেই নিজে যুদ্ধ করে
নিজেই পারিনা।
হারছি বারেবার,
অনিচ্ছা থাকার পরেও যুদ্ধে নেমেছি,
কি আর করার!
মেধাহীনতা আর বাস্তবতায় দিয়েছি
বাদ লেখাপড়া,
কি যেন কি ভেবে শুরু করলাম
চাকরি-বাকরি করা।
স্বপ্ন গুলো বাস্প হয়ে উড়ে যাচ্ছে
একটু একটু করে,
কল্পনাও করিনা,করে কি হবে!
থাকুক অবহেলায় পরে।
বাস্তবতাকে গ্রহণ করে ছুরে
ফেলেছি আবেগ,
আবেগ আবেগ করে নিঃস্ব করেছি
যা ছিল বিবেগ।
কিছু কিছু সময় কেমন লাগে
নিজেও তা জানিনা,
নিজের সাথেই নিজে যুদ্ধ করে
নিজেই পারিনা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নির্ঝর ০২/১০/২০১৫ভাল লেগেছে অনেক
-
রইস উদ্দিন খান আকাশ ০২/১০/২০১৫বেশ ভাল লিখেছেন কবি