বেচে আছি
বেচে আছি আমি, আমি বেচে আছি খুব
দুখের সাগরে ভাসমান আমি,
তাহার ভিতরই দেই ডুব।
চোখের ঝর্নাটা শুকিয়ে গিয়েছে,
বেরিয়ে আসে না আর জল।
হারিয়ে ফেলেছি যাহা কিছু ছিল
আমার সামর্থ্য কিংবা বল।
অল্প চলতেই হাপিয়ে গিয়েছি,
হারিয়ে ফেলেছি পথ,
যেভাবেই আছি হয়তো এভাবেই থাকবো
হতে পারবো কি অসৎ!
শৈশব পেরিয়ে কৈশোর ডিঙিয়ে
এখন ভরপুর যৌবনে
তবুও পাইনি দেখা তার,
আসেনি প্রশান্তি কখনো এই মনে।
ভাবছি আর ভেবে অবাক হচ্ছি।
আমি বেচে আছি!!
দুখের সাগরে ভাসমান আমি,
তাহার ভিতরই দেই ডুব।
চোখের ঝর্নাটা শুকিয়ে গিয়েছে,
বেরিয়ে আসে না আর জল।
হারিয়ে ফেলেছি যাহা কিছু ছিল
আমার সামর্থ্য কিংবা বল।
অল্প চলতেই হাপিয়ে গিয়েছি,
হারিয়ে ফেলেছি পথ,
যেভাবেই আছি হয়তো এভাবেই থাকবো
হতে পারবো কি অসৎ!
শৈশব পেরিয়ে কৈশোর ডিঙিয়ে
এখন ভরপুর যৌবনে
তবুও পাইনি দেখা তার,
আসেনি প্রশান্তি কখনো এই মনে।
ভাবছি আর ভেবে অবাক হচ্ছি।
আমি বেচে আছি!!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সমরেশ সুবোধ পড়্যা ০১/১০/২০১৫আরো আরো চাই । লিখতে থাকুন - শুভেচ্ছা রইল ।
-
দেবব্রত সান্যাল ০১/১০/২০১৫বেঁচে আছি। শুদ্ধ করে নিন। ছন্দ , মাত্রার নিয়ম মানেন নি। একটু চেষ্টা করলে লেখাটা ভালো হবে।
-
শাহাদাত হোসেন রাতুল ৩০/০৯/২০১৫ছুঁয়ে গেল মন ।।
-
শ.ম. শহীদ ৩০/০৯/২০১৫শুভেচ্ছা।
বেশ ভালো লাগলো কবিতা। -
মুরাদ হোসেন ৩০/০৯/২০১৫দারুণ হয়েছে ।
-
জহরলাল মজুমদার ৩০/০৯/২০১৫...............ভাল