একটু সুখের বিশুদ্ধ পানীয়জল দরকার
কেবল আমার সময় এলোনা ফিরে
সর্বদাই কালো মেঘ আমার মনের তীরে।
আমি তৃষনায় কাতর একটু সুখের বিশুদ্ধ
পানীয়জল দরকার,
সুখের সেই মহাসাগরে আজ খরা
এবং বেদনার হাহাকার।
বহুবছর যাবৎ কেঁদে যাচ্ছি নীরবে নিভৃতে।
কোন সে সুখের আশায় অযথাই
ঘুরছি ভুল সেই বৃত্তে।
শ্রাবনের রিমঝিম বৃষ্টিতে,
অথবা গৃস্মের প্রচন্দ তাপে,
কোনদিনই হৃদয় গহীনে দেখিনি সাত
রংঙা রংধনু।
রক্তজবার মতো লাল আমার আমার
হৃদয়ের সেই অকৃতিম ভ্যেনু।
মাঝে মাঝে বেদনার রঙ রাঙায়িত করে
চোখে দেখি শুধু নীল থেকে নীলিমা।
মহাশুন্যের এপার থেক ওপারে পেরিয়ে যাচ্ছি
বুকে নিয়ে হাজারো অশ্রু কনা।
সুখে থাকতে থাকতে আজ একেবারেই
অতিষ্ঠ আছি দুঃখ বীনা।
সর্বদাই কালো মেঘ আমার মনের তীরে।
আমি তৃষনায় কাতর একটু সুখের বিশুদ্ধ
পানীয়জল দরকার,
সুখের সেই মহাসাগরে আজ খরা
এবং বেদনার হাহাকার।
বহুবছর যাবৎ কেঁদে যাচ্ছি নীরবে নিভৃতে।
কোন সে সুখের আশায় অযথাই
ঘুরছি ভুল সেই বৃত্তে।
শ্রাবনের রিমঝিম বৃষ্টিতে,
অথবা গৃস্মের প্রচন্দ তাপে,
কোনদিনই হৃদয় গহীনে দেখিনি সাত
রংঙা রংধনু।
রক্তজবার মতো লাল আমার আমার
হৃদয়ের সেই অকৃতিম ভ্যেনু।
মাঝে মাঝে বেদনার রঙ রাঙায়িত করে
চোখে দেখি শুধু নীল থেকে নীলিমা।
মহাশুন্যের এপার থেক ওপারে পেরিয়ে যাচ্ছি
বুকে নিয়ে হাজারো অশ্রু কনা।
সুখে থাকতে থাকতে আজ একেবারেই
অতিষ্ঠ আছি দুঃখ বীনা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দেবব্রত সান্যাল ২৯/০৯/২০১৫ভাবনা , ভাব ভালো। প্রচুর বানান ভুল।
-
সুহেল ইবনে ইসহাক ২৯/০৯/২০১৫Sundor, Bhalo lager moto ....
-
অভিষেক মিত্র ২৯/০৯/২০১৫অপূর্ব।
-
মোঃ নাজমুল হাসান ২৮/০৯/২০১৫সুন্দর।