একান্ত ইচ্ছা
একটি নতুন ইচ্ছে নিয়ে
আমি নেমেছি মাঠে,
যদিও এর জন্যে আমি ঘাড়ধাক্কা
খাবো প্রতিটা ঘাটে।
তবুও পিছু পা হবো না আমি
উদ্দেশ্য পুরনের আগে থামবো না
তা আমি জানি।
দুনিয়াটা বড়ই নিষ্ঠুর তবু যেতে হবে বহুদুর
দিক নিশানা হারিয়ে চলতে হবে
দূর থেকে দূর।
টাকা, আরো টাকা এ কথাটাই
সবার মুখে গাথা
টাকার ধান্দায় সবার মনেতেই
কম বেশি আছে ব্যথা।
টাকা দিয়ে সবকিছুই হয় প্রায়,
টাকার জন্যেই মানুষ মরছে যে
হায়!
টাকার গোলাম হতে চাই না আমি,
টাকাকে গোলাম বানাবো।
শুধু এটাই জানি একদিন না,
একদিন টাকার উপরই ঘুমাবো।
আমি নেমেছি মাঠে,
যদিও এর জন্যে আমি ঘাড়ধাক্কা
খাবো প্রতিটা ঘাটে।
তবুও পিছু পা হবো না আমি
উদ্দেশ্য পুরনের আগে থামবো না
তা আমি জানি।
দুনিয়াটা বড়ই নিষ্ঠুর তবু যেতে হবে বহুদুর
দিক নিশানা হারিয়ে চলতে হবে
দূর থেকে দূর।
টাকা, আরো টাকা এ কথাটাই
সবার মুখে গাথা
টাকার ধান্দায় সবার মনেতেই
কম বেশি আছে ব্যথা।
টাকা দিয়ে সবকিছুই হয় প্রায়,
টাকার জন্যেই মানুষ মরছে যে
হায়!
টাকার গোলাম হতে চাই না আমি,
টাকাকে গোলাম বানাবো।
শুধু এটাই জানি একদিন না,
একদিন টাকার উপরই ঘুমাবো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দেবব্রত সান্যাল ২৯/০৯/২০১৫কঠোর বাস্তব দিয়ে শুরু করে , অবাস্তব , অলীক স্বপ্নে চলে যায়। যে টাকার পিছে ছোটে , সে টাকার ওপর ঘুমালেই প্রভুত্ব অর্জন করেনা।
-
সুহেল ইবনে ইসহাক ২৯/০৯/২০১৫Sofolota kamona kori.
-
শাহাদাত হোসেন রাতুল ২৮/০৯/২০১৫বেশ ভাল লিখেছেন কবি বন্ধু ।। শুভেচ্ছা ।।
-
রুহুল আমীন রৌদ্র. ২৮/০৯/২০১৫দারুন প্রত্যয়।
খুব বলিষ্ঠ বক্তব্য। -
শমসের শেখ ২৮/০৯/২০১৫ভালো লাগলো
-
সমরেশ সুবোধ পড়্যা ২৮/০৯/২০১৫ইচ্ছেটা খুব ভাল, শুভেচ্ছা রইল ।
-
শাহাদাত হোসেন রাতুল ২৭/০৯/২০১৫ভাল লাগলো ।।
-
তরীকুল ইসলাম সৈকত ২৭/০৯/২০১৫চমৎকার!!!